মেষ রাশি-প্রেমে একনিষ্ঠতা থাকবে ,সোশ্যাল মিডিয়ায় বা বাড়ির কাছাকাছি অভিজাত উচ্চ মর্যাদা সম্পন্ন কারো সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বেন। ডিজিটাল দর্শনের মাধ্যমে প্রেমকে উজ্জীবিত রাখুন। ব্যবসাক্ষেত্রে মোটামুটি শুভ, অংশীদারদের সাথে সুসম্পর্ক থাকবে ।খাদ্যদ্রব্য ঔষধপত্রের ব্যবসা শুভ হবে।আপনার তেজস্বীতায় শত্রু রাও আপনার বিক্রম দেখে সমীহ করে চলবে, সৈনিক পুলিশ, মিলিটারি ইত্যাদি সাহসী মূলক কর্মের সাথে যুক্ত থাকলে শুভ হবে।
বৃষ রাশি-বর্তমানের অস্থির পরিস্থিতির মধ্যেও জীবনে কিছু শুভ যোগাযোগ আসবে , আত্ম প্রচেষ্টায় উন্নতি লাভের জন্য লক্ষ্যে পৌঁছতে পারবেন।বাড়ির কাছাকাছি প্রেমের সম্পর্ক শুভ হবে, তবে ইগো জনিত সমস্যায় মান-অভিমান বাড়বে, মানসিক দূরত্বের সৃষ্টি হবে।কর্মে দূর থেকে যোগাযোগ আসবে, কর্মের কারণে দূরবর্তী এলাকায় নিঃসঙ্গ থাকার কারণে মানসিক অবসাদ।
মিথুন রাশি-হঠকারী সিদ্ধান্ত নেয়ার থেকে বিরত থাকুন, নিজের বিপদ নিজেই ডেকে এনে পস্তাবেন।মায়ের সাথে মনোমালিন্য, অশান্তিময় গৃহ পরিবেশ, মাতার শারীরিক অসুস্থতা ইত্যাদি সমস্যায় মানসিক অবসাদে ভুগবেন। বাকশক্তি বা বাকচাতুর্য এর মাধ্যমে অর্থোপার্জন করবেন, সাংবাদিকতা শুভ হবে। ভুল করেও কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেন না।
কর্কট রাশি-বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিলম্ব ঘটবে, তবে গবেষণামূলক কর্মে মৌলিক স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হতে পারেন। আধ্যাত্মিক অবচেতন বিকাশ হবে, সাত্ত্বিক, উদার ধার্মিক ,ন্যায়-নীতি পরান, হবেন, উপযুক্ত সদগুরুর সান্নিধ্যে লাভে মানসিক প্রশান্তি লাভ। ব্যবসাক্ষেত্রে মোটামুটি শ্রমিক অসন্তোষ থাকলেও অংশীদারদের সাথে সুসম্পর্কে ব্যবসার পরিমাণ বৃদ্ধি পাবে ,দূর থেকে যোগাযোগ আসতে পারে।
সিংহ রাশি-বাস্তব বোধের অভাব, অতিরিক্ত সরলতার সুযোগ নেবে অন্যরা। , নিঃস্বার্থভাবে পরোপকার করতে গিয়ে বিপদে পড়বেন। বিবাহিত জীবনের তৃতীয় ব্যক্তি প্রবেশ, পার্টনারের শারীরিক অসুস্থতা ইত্যাদি কারণে দাম্পত্য জীবনে যথেষ্ট চিন্তার কারণ আছে। ব্যবসাক্ষেত্রে অংশীদারির প্রকাশ্য শত্রুতা ও ষড়যন্ত্রের কারণে প্রবল আর্থিক ক্ষতির সম্ভাবনা।
কন্যা রাশি-সন্তানের সম্পত্তি লাভ, সন্তানের সাথে পিতার মতানৈক্যে পারিবারিক অশান্তির সম্ভাবনা। ব্যবসায় সাফল্য, অংশীদারের সাথে সুসম্পর্ক ও আর্থিক শ্রীবৃদ্ধি। তরল জাতীয় দ্রব্যের, মৎস্য দুগ্ধ খাদ্যদ্রব্যের ইত্যাদি ব্যবসা শুভ হবে। পারিপার্শ্বিক ঘাত-প্রতিঘাতে মানসিক অবসাদ , ঐশ্বরিক চিন্তাভাবনায় আগ্রহ বৃদ্ধি, শান্তির আশায় পরমাত্মার সাথে মিলিত হবার আপ্রাণ প্রচেষ্টা।
তুলা রাশি-খুঁতখুঁতে, সন্দেহবাতিক মনোভাবে পরিবারের লোকেদের সাথে বনিবনা হবে না, মন কষ্ট বাড়বে। বাধাধরা কর্মে যুক্ত থাকলে উন্নতি লাভ ,কর্মে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ হবে, তবে বিলম্বে।আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক মূল্যায়ন হবে না ,মিথ্যা বদনামের ভাগিদার হবেন। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা না করে সময়ের হাতে ছেড়ে দিন।
বৃশ্চিক রাশি-গুরুজনদের অমতে বাড়ি থেকে চলে গিয়ে বিবাহ করতে পারেন, পাটনার অসুস্থ হতে পারে, বিবাহ শুভ হবে না। বাধা বিঘ্নের মধ্যে দিয়েও সন্তানের দূর থেকে কর্মের যোগাযোগ আসবে। কর্মক্ষেত্রে অযথা গুপ্ত ষড়যন্ত্রের শিকার হয়ে হয়রানির শেষ থাকবে না। ভাগ্যদেবী সুপ্রসন্ন হলে লটারি শেয়ার ফটকা ইত্যাদির মাধ্যমে লাভবান হতে পারেন।
ধনু রাশি-আপনি যদি পুরানো ভাঙাচোরা জরাজীর্ণ বাড়িতে বসবাস করেন, সতর্ক না হলে দুর্ঘটনাজনিত ভয়ঙ্কর পরিস্থিতির কবলে পড়তে পারেন।শান্তিপ্রিয় মনের মানুষ হলেও ধর্মীয় বিষয় নিয়ে পিতৃতুল্য কারো সাথে মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থলে উচ্চপদস্থ ব্যক্তির সাথে কোনরকম বাকবিতণ্ডায় যাবেন না অযথা শত্রুতা সৃষ্টি তে হয়রানি
মকর রাশি-মায়ের দ্বারা অর্থলাভ হবে, বাহন,জমিজমা-সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে উপার্জন হবে।অনিয়ম অবহেলার কারণে শারীরিক অসুস্থতা , বায়ু পীড়া, সংক্রামক ব্যাধি, হজমের সমস্যা, শ্বাস-প্রশ্বাস জনিত রোগে ভুগতে পারেন।বিনোদনমূলক কর্মের সাথে যুক্ত থাকলে বর্তমানে বাঁধাবিঘ্নের সম্মুখীন হবেন,তবে ওষুধ, ফিজিওথেরাপি, রাজনীতি , সমাজসেবামূলক ইত্যাদি কর্ম শুভ হবে।
কুম্ভ রাশি-মায়ের দুর্ঘটনাজনিত শারীরিক অসুস্থতা, গৃহ ভূমি নিয়ে ঝামেলা অশান্তি ইত্যাদি সমস্যায় জেরবার থাকবেন।অনিশ্চিত ,পরিবর্তনশীল আর্থিক অবস্থা। বর্তমান পরিস্থিতিতে কুচক্রে পড়ে অন্যের প্রস্তাবনায় অর্থ নাশ হওয়া থেকে সতর্ক থাকুন। বাধা বিঘ্নের মধ্য দিয়ে ব্যবসা ক্ষেত্র মোটামুটি শুভ, জমিজমাসংক্রান্ত ব্যবসা শুভ হবে, ব্যবসার কারণে গৃহনির্মাণ করতে পারেন।
মীন রাশি-সন্তানের উচ্চ শিক্ষায় সাফল্য পেতে বিলম্ব ঘটবে ,তবে গবেষণামূলক কর্মে যুক্ত থাকলে মৌলিক প্রতিভার বিকাশ ঘটবে। ব্যবসা ক্ষেত্রে খুবই সংকটজনক অবস্থা, ঝামেলা ঝঞ্ঝাট, অংশীদারদের দ্বারা প্রতারিত, বিপুল আর্থিক ক্ষতির সম্ভাবনা। বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন।
মীন রাশি-দীর্ঘদিন ধরে যারা ভুগছিলেন সুচিকিৎসার দ্বারা রোগ মুক্তি ঘটবে, তবে ফুসফুস,ইএনটি সমস্যায় কষ্ট পেতে পারেন।