মেষ রাশি-মাতৃসুখলাভ, গৃহে আত্মীয় সমাগম, পারিবারিক সদস্যদের মধ্যে সুপ্রীতির সম্পর্ক ও শান্তির পরিবেশ বজায় থাকবে। খাদ্যদ্রব্য, ঔষধ সংক্রান্ত ব্যবসা ,পরিবহন ব্যবসা,বিভিন্ন তরল জাতীয় দ্রব্য ব্যবসায় যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন। পরিবারে প্রবীনদের ফুসফুসে ও হূদযন্ত্রের কোনো গোলযোগ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।
বৃষ রাশি-আপনার অপ্রিয় সত্যকথনে প্রিয় বন্ধুর সাথে মতানৈক্য ও সম্পর্কের অবনতি ঘটবে ।নিকটস্থ এলাকা থেকে অস্বাভাবিক অবৈধ প্রেমের সম্পর্কের যোগাযোগ হলে সতর্ক থাকুন, পারিবারিক মান-সম্মান হানি।সন্তানের কর্ম ক্ষেত্রে উর্দ্ধতন কর্মচারীর হস্তক্ষেপে কর্ম স্থল পরিবর্তন হতে পারে, নাম যশ হানি হওয়ার সম্ভাবনা।
মিথুন রাশি -প্রয়োজনে প্রিয়জন হওয়া প্রতিবেশীদের অমানবিক ব্যবহারে মন কষ্ট বাড়বে। সন্তানের সাধারণ শিক্ষায় উন্নতি হবে, সাফল্যের শুভ যোগাযোগ বৃদ্ধি। বর্তমান পরিস্থিতিতে কর্মের কোনরকম যোগাযোগ সফল হবে না ,আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে।
কর্কট রাশি বন্ধুবান্ধবের আনুকূল্যে উপকৃত হবেন, অনেক দিনের পুরানো কোন ইচ্ছার পূর্তি ঘটবে। বিবাহের যোগাযোগ শুভ হবে না , বিবাহিতদের পন বা যৌতুকের কারণে বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে। কর্মরতদের কর্মস্থলে সহকর্মীদের গুপ্ত ষড়যন্ত্রের শিকার হতে পারেন, মান সম্মান হানি হওয়া থেকে সতর্ক থাকুন।
সিংহ রাশি-উচ্চশিক্ষা ও গবেষণা মুলক ব্যাপারে যুক্ত ব্যক্তিরা আপনার নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখুন ,ভবিষ্যতে সুফল মিলবে। আপনার অমূল্য ভালবাসা কোন অযোগ্য ব্যক্তি কে নিবেদন করে প্রতারিত হবেন, মন কষ্ট ও হতাশায় ভুগবেন। বিনোদনমূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পাবে, সতর্ক থাকুন, নিজেকে অবশ্যই সুরক্ষিত রাখুন।
কন্যা রাশি-বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন,গুপ্ত শত্রু ষড়যন্ত্রের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার সন্তানের কর্ম নিয়ে অনিশ্চয়তায় ভুগবেন তবে বিনোদনমূলক কর্ম, ফিজিওথেরাপি ,ওষুধ খাদ্যদ্রব্যের সংস্থায় কর্ম শুভ হবে । জীবনে কিছু ব্যর্থতা, আত্মত্যাগ করার কারণে শান্তির খোঁজে ঈশ্বর মুখী হবেন ,।
তুলা রাশি-সন্তানের উদ্যমী উৎসাহী মনোভাবে কর্মের ব্যাপারে শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে।লটারি শেয়ার ফটকা মুলক ব্যাপারে লাভবান ,মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। ই-কমার্সের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও কৃষিজাত দ্রব্যের ব্যবসা শুভ হবে।
বৃশ্চিক রাশি-সঞ্চয়ী মনোভাবে আর্থিক কষ্ট পাবেন না ,তবে রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করুন,মানিব্যাগটা সযত্নে না রাখলে পকেটমার অথবা হারিয়ে ফেলতে পারেন।কর্মরতদের কর্মক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেবে ,কর্মস্থল পরিবর্তিত হওয়ার সম্ভাবনা। উল্টোপাল্টা খাবার বা মাদকদ্রব্য সেবন করে ফুড পয়জন জনিত কারণে শারীরিক অসুস্থতা দেখা দেবে।
ধনু রাশি-দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আপনি, অর্থপ্রাপ্তির ব্যাপারে বিভিন্ন যোগাযোগের রাস্তা খুলে যাবে।সন্তানের অবৈধ ক্রিয়া-কলাপ জনিত কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। লটারি বা ফাটকায় মূলকবিষয়ে আগ্রহী ও হঠাৎ লাভবান হতে পারেন।
মকর রাশি-গৃহ পরিবেশে শান্তির বাতাবরণ ও মায়ের দ্বারা অর্থলাভ হবার সম্ভাবনা। আপনার পার্টনার সহানুভূতিশীল শান্ত স্নিগ্ধ রোম্যান্টিক মানসিকতা সম্পন্ন হবে, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ দাম্পত্য জীবন। ফিজিওথেরাপি, ওষুধ সংক্রান্ত কাজকর্ম, বিনোদনমূলক, খেলাধুলা ,সমাজসেবামূলক কর্মরত ব্যক্তিরা শুভফল পারেন।
কুম্ভ রাশি-বিদেশ গমনে উন্নতির সম্ভাবনা থাকলেও বর্তমানে সাফল্য পাবেন না, ইচ্ছে পূর্তিতে বাধা। সন্তানসম্ভবা মহিলারা অতি সতর্কতার সাথে চলাফেরা করুন, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা, বা সন্তানের শারীরিক ত্রুটি জনিত সমস্যা হতে পারে।উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বংশগত রোগ ব্যাধি তে ভুগবেন, অতিরিক্ত পরিশ্রম আপনার স্বাস্থ্যহানির কারণ হবে।
মীন রাশি-গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারিয়ে যাওয়ার কারণে যোগাযোগে বিঘ্ন ঘটবে ও বিপদে পড়তে পারেন।পার্টনারের হঠকারী আত্মসর্বস্বতা মানসিকতার জন্য গৃহপরিবেশে ও দাম্পত্য জীবনে তুমুল অশান্তি দেখা দেবে। সন্তানের কর্মক্ষেত্রে নানারকম অস্থিরতা তৈরি হবে ,কর্মস্থল পরিবর্তন এমনকি কর্ম হানিও ঘটতে পারে।