মেষ রাশি–পারিবারিক অশান্তির কারণে সন্তানের বিদ্যালাভে নানা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারে। জমি বাড়ী গাড়ী সংক্রান্ত কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করলে বিশেষ শুভ।অত্যধিক নিয়ম শৃঙ্খলা পরায়ন মানসিকতার জন্য বর্তমান পরিস্থিতিতে একঘেয়ে জীবনে মানসিক হতাশা বৃদ্ধি ও মনোবল ভেঙে যাবে।
বৃষ রাশি–সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আত্মীয়–পরিজনদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট এর অবসান ঘটায় মানসিক স্বস্তিবোধ।একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেন, প্রেমে ঝামেলা মতানৈক্য, এমনকি প্রতারণার শিকার পর্যন্ত হতে পারেন, সতর্ক থাকুন। আপনার সাহসী ও উদ্যমী মানসিকতায় ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, পুরানো ব্যবসার পাশাপাশি নতুন ব্যবসা করার সিদ্ধান্ত নিতে পারেন।
মিথুন রাশি–কথাবার্তার মধ্যে বাহ্যিক আড়ম্বরতা,অহংকার প্রকাশ পাবে, কথা দিয়ে কথার দাম না রাখার জন্য পরিবারের লোকেরা ভুল বুঝতে পারে। বিবাহের ক্ষেত্রে যোগাযোগ হলে ভূয়ো তথ্যদ্বারা প্রতারিত হবার সম্ভাবনা। পুলিশ প্রশাসন ও রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে বিশেষ শুভ হবে
কর্কর রাশি–বর্তমানে কোনরকম প্রেমের সম্পর্কের প্রস্তাব গ্রহণ বা বর্জন না করাই শ্রেয় বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন।কর্মপ্রাপ্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে বিশেষ শুভ ফললাভ হবে। রুচিশীল , উচ্চ বংশের মান–মর্যাদা পূর্ণ পরিবারের সাথে বিবাহের যোগাযোগ হবার সম্ভাবনা।
সিংহ রাশি–বাড়িতে ভাড়াটিয়া থাকলে অযথা ঝুট–ঝামেলা যাবেন না , আইনগত সমস্যা পড়তে পারেন। সন্তানের শিক্ষাশুভ হবে না, বিদ্যায় ব্যর্থতার জন্য দুর্ গমনের সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসাক্ষেত্রে প্রতিদ্বন্ধিতা বৃদ্ধির জন্যয়নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হবে ,ভুল বিনিয়োগের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা।
কন্যা রাশি–পারিবারিক অশান্তি ও আর্থিক প্রতিকূলতার কারণে শিক্ষা ক্ষেত্রে বাধা ও অন্তরায় হতে পারে। এই মুহূর্তে বিবাহের যোগাযোগ মোটেই শুভ হবেনা, বিভ্রান্তিমূলক তথ্য দ্বারা প্রতারিত হতে পারেন।কর্ম ক্ষেত্রে বেআইনি ব্যাপার থেকে দূরে থাকুন, বিশ্বাসঘাতকতা ,ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার হবার সম্ভাবনা।
তুলা রাশি–গৃহপরিবেশ শান্তিপূর্ণ থাকবে ,পারিবারিক সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও পুরানো সমস্যার শুভ সমাধান হবে। মাতৃস্থানীয়া কারো প্ররোচনায় দাম্পত্য জীবনে বিবাহ বিচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতি ও আইনের দ্বারস্থ হতে পারেন। কর্ম ক্ষেত্রে আপনার যোগ্যতার সঠিক মূল্যায়ন হতে পারে।
বৃশ্চিক রাশি– রোম্যান্টিক মানসিকতার জন্য দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝি হলেও পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। চিন্তাভাবনা করে অর্থ ধার দিন, ফেরত পাবেন না। কর্ম ক্ষেত্রে ঈর্ষাকাতর সহকর্মীদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হতে পারেন, উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে শত্রুদের হাত থেকে উদ্ধার পাবেন।
ধনু রাশি–গৃহে মূল্যবান জিনিসপত্র সযত্নে সাবধানে রাখুন, চুরি হয়ে হওয়ার সম্ভাবনা।পৈত্রিক জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ,আইনের দ্বারস্থ হতে পারেন, মানসিক হতাশা বৃদ্ধি। বিনোদনমূলক জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে মান–সম্মান হানি অপদস্ত হতে পারেন।
মকর রাশি–মাতৃস্থানীয়া আত্মীয়ার কুপরামর্শে প্রতারিত হতে পারেন, সতর্ক থাকুন। দীর্ঘদিনের প্রেমজ সম্পর্ক শুভ বিবাহের পরিণতি পেতে পারে।বাসস্থান থেকে দূরে কর্ম লাভের যোগাযোগ ,কর্ম ক্ষেত্রে উপযুক্ত সম্মান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা।
কুম্ভ রাশি–প্রেমের সম্পর্ক অত্যন্ত অশুভ ,পাড়া প্রতিবেশীদের সাথে গোপন অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে মান সম্মান হানি,। কর্ম ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেবে, তবে ইঞ্জিনিয়ার ,জমিজমা ও কনস্ট্রাকশন সম্পর্কিত কর্ম বিশেষ শুভ। ব্যবসাক্ষেত্রে ধার দেনা, প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি ইত্যাদি নানা কারণে সমস্যা দেখা দেবে।অর্থাভাবে ব্যবসা প্রায় বন্ধের মুখে ।
মীন রাশি–প্রতিবেশীদের প্ররোচনায় ভাই বোনেদের সাথে বিরোধ ও শত্রুতার সৃষ্টিতে হয়রানি। বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে, বিভ্রান্তিমূলক ভুল তথ্য দ্বারা প্রতারণার শিকার হতে পারেন।ব্যবসা ক্ষেত্রে কোন বিনিয়োগ শুভ হবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি ও কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্বারা চুক্তিভঙ্গের আশঙ্কা।