বৃষ রাশি– ভাগ্য সুপ্রসন্ন থাকলে গুপ্ত উপায় অর্থলাভ, অপ্রত্যাশিত সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা।নিকটবর্তী এলাকায় প্রেম সংক্রান্ত প্রস্তাব গ্রহণ বা নিবেদন পরিহার করুন, গোপন ষড়যন্ত্রে প্রতারিত ও বিপদগ্রস্ত হতে পারেন। প্রতিযোগিতামূলক বিষয় থেকে অর্থলাভ হওয়ার সম্ভাবনা, তবে ভুল করেও কোনো ব্যক্তিকে অর্থ ধার দেবেন না, ফেরত পাবেন না।
মেষ রাশি–চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করলে শুভ ফল পেতে পারেন। পিতার সাথে মতানৈক্য, বনিবনা না হওয়ায় সম্পর্কের অবনতি,পিতার সাহায্য নিতে অপরাগ হবেন। আপনার সন্তান রাজনীতির সাথে যুক্ত থাকলে নেতা হিসেবে প্রভাবশালী হতে পারবেন ও প্রতিষ্ঠা অর্জন করতে সক্ষম হবেন।
মিথুন রাশি– কর্তব্য পরায়ন মনোভাবে পরিবারের ছোট ভাই বোনের সাথে সু মধুর সম্পর্ক থাকবে ।। কৌতূহল প্রিয় মানসিকতার জন্য সব ব্যাপারে উদ্যম থাকবে ও সমাজের উচ্চতর গণমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মরতরা কর্মক্ষেত্রে সহকর্মীদের গুপ্ত শত্রুতার থেকে সতর্ক থাকুন, কর্ম স্থল পরিবর্তন হতে পারে।
কর্কট রাশি–প্রচন্ড সতর্ক, হিসাবী সন্দেহপ্রবণ মানসিকতার জন্য পরিবারের কোন ব্যক্তির সাথে ঝামেলা হয়ে মানসিক অশান্তি। মহিলাদের থেকে শত যোজন দূরে থাকুন, কোন মহিলার দ্বারা সর্বস্বান্ত হতে পারেন। কর্মক্ষেত্র সহকর্মী বা কোন ব্যক্তির সাথে অর্থসংক্রান্ত লেনদেনের বিষয় নিয়ে গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে পারেন, সতর্ক থাকুন।
সিংহ রাশি–সন্তানের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় থাকবেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হওয়ায় বিলম্ব ঘটবে। আর্থিক সচ্ছলতা ও নিজ প্রচেষ্টায় ধন উপার্জন করবেন,ফাটকা মুলক বিষয় থেকে অর্থলাভ হবার সম্ভাবনা।নানা প্রতিবন্ধকতার মধ্যেও স্থায়ী কর্মের যোগাযোগ বৃদ্ধি ও কর্ম লাভের সম্ভাবনা আছে।
কন্যা রাশি–নিজের গৃহে থেকেও পরগৃহের মতো আচরণে চিত্তচাঞ্চল্য ,মন সর্বদা বিক্ষিপ্ত ভারাক্রান্ত থাকবে। দুরারোগ্য কোন জটিল ব্যধিতে ভূগতে পারেন, দুর্ঘটনা, পায়ের কোনরকম সমস্যা আপনাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। রহস্যময় কোন কারনে কর্মচ্ছেদ হবার সম্ভাবনা ,বা দূরবর্তী অঞ্চলে বদলি হওয়ার সম্ভাবনা।
বৃশ্চিক রাশি–কলা বিভাগ, সাইকোলজি ,সাহিত্য ইত্যাদি নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণামূলক কর্মে যুক্ত ব্যক্তিরা আশার আলো দেখতে পাবেন।লটারি, শেয়ার, ফাটকা মূলক বিষয় থেকে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সম্ভাবনা,। অতি উপার্জনের আশায় অবৈধ ক্রিয়াকলাপের সাথে জড়িয়ে পড়ে শত্রু দ্বারা বাধা ও ক্ষতিগ্রস্ত হতে পারেন, সতর্ক থাকুন।
তুলা রাশি–সাংসারিক সুখের অভাব ঘটবে, পৈত্রিক সম্পত্তির ক্ষয় ক্ষতির কারণে উন্নতিতে বাধা। খনিজ সম্পদ, ধাতু, ইতিহাস, প্রত্নতত্ত্ব ইত্যাদি সংক্রান্ত পড়াশোনা করা শিক্ষার্থীরা বিশেষ শুভ ফল পাবেন । বিবাহিত জীবনে মোটেই সুখকর নয়, পার্টনারের কোন রকম দুর্ঘটনা জনিত কারণে বিচ্ছেদ, দাম্পত্য কলহ চরমপর্যায়ে যেতে পারে।
ধনু রাশি–আয়ের মাত্রা ভালো থাকবে, মিতব্যায়ী, সঞ্চয়শীল মানসিকতার হলেও আর্থিক সাফল্যে বাধা। পুলিশ মিলিটারি প্রশাসনিক ইত্যাদি সাহসিকতা মূলক কর্মকান্ডের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে উন্নতি ও মান সম্মান বৃদ্ধি পাবে। জলাশয় থেকে শতহস্ত দূরে থাকুন, জল থেকে বিপদ ও নানা রকম মানসিক রোগ সংক্রান্ত সমস্যা দেখা দেবে।
মকর রাশি– গৃহ পরিবেশে কলহ, বিশেষত মায়ের সাথে মতবিরোধ ,অশান্তির কারনে মনঃকষ্ট বাড়বে। আপনার সখের বাহনটিকে অতি অবশ্যই সযত্নে রাখুন, চুরি হয়ে যাবার সম্ভাবনা।কর্মক্ষেত্রের পরিবেশ ভালো থাকবে না, কর্ম লাভের সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতা বিলম্বের কারণ হবে।
মীন রাশি–বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পেতে পারে ,বিদেশযাত্রায় সাফল্য ও উন্নতি লাভের সম্ভাবনা। কর্মরতরা কর্মক্ষেত্রে অধিক শ্রম দিতে হবে, উচ্চপদস্থ কর্মচারীর সংস্পর্শ এড়িয়ে চলুন, ঝামেলা হয়ে শত্রুতা হওয়ার সম্ভাবনা। মাথার যন্ত্রনা, চোখের সমস্যা, নার্ভ সংক্রান্ত ইত্যাদি সমস্যায় বিব্রত থাকবেন,।
কুম্ভ রাশি–প্রতিবেশীদের সযত্নে এড়িয়ে চলুন, তাদের কোনরূপ গুপ্ত শত্রুতায় পরিবারের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার বেপরোয়া, প্রতিবাদী মনোভাবের কারণে হঠাৎ উত্তেজিত হয়ে আত্ম ধ্বংসাত্মক মূলক কোন সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন। ব্যবসাক্ষেত্রে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে অতি অবশ্যই সতর্ক থাকুন, আর্থিক ক্ষতি হতে পারে।