বৃষ রাশি-পারিবারিক সুখের হানি ঘটবে , জায়গা-জমি, সম্পত্তি সংক্রান্ত আয় হবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষাৎ সাফল্য লাভ করবেন। সন্তানের কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা, বুদ্ধিদীপ্ত কাজের সাথে যুক্ত থাকলে কার্যক্ষেত্রে কুটবুদ্ধির পরিচয় দেবে, তবে অনৈতিক ব্যাপারে জড়িয়ে পড়তে পারে।
মিথুন রাশি- আত্মীয়-স্বজনের দ্বারা ক্ষতির সম্ভাবনা। মা-বাবার শারীরিক অসুস্থতার জন্য অর্থব্যয়ে আর্থিক সংকট পড়বেন । শিক্ষার্থীরা সতর্ক থাকুন, ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা আর্থিক ভাবে প্রতারিত হতে পারেন। ব্যবসাক্ষেত্রে অশুভ প্রভাব কমবে, ব্যবসার যোগাযোগ বৃদ্ধি পাবে ,তবে সাফল্য লাভে নানা বাধা বিঘ্নের সম্মুখীন হবেন।
সিংহ রাশি-বিদ্যার্থীরা অনলাইনে এডমিশন নেয়ার সময় সমস্ত তথ্যের সত্যতা যাচাই করে তবেই অর্থ দিন শিক্ষা সংস্থা দ্বারা প্রতারিত হতে পারেন, । স্থানীয় এলাকার বিবাহ বিচ্ছিন্না বা অবৈধ প্রেমজ সম্পর্কে জড়িয়ে মান-সম্মান হানি। ব্যবসায় অগ্রগতি ব্যহত হবে, বকেয়া অর্থ আদায় করা সম্ভব হবে না। ঋণ প্রাপ্তিতে বাধা।
কর্কট রাশি-প্রতিবেশীদের সাথে অযথা বাকবিতণ্ডায় যাবেন না, অযথা শত্রুতা হয়রানি মানসিক অশান্তিতে ভুগবেন।শিক্ষার্থীদের জন্য শুভ বর্তমানে কর্মলাভের জন্য যারা প্রফেশনাল কোর্স করছেন তারা সুফল পাবেন। ব্যবসাক্ষেত্রে আর্থিক ক্ষয়ক্ষতির , দেনার পরিমান বৃদ্ধি পাবে ।অংশীদারদের ষড়যন্ত্রের শিকার হবেন।
তুলা রাশি-কর্মসূত্রে আভিজাত্যপূর্ণ উচ্চ পরিবারের সাথে বিবাহের যোগাযোগ আসবে।কর্মস্থলে চোখ কান খোলা রেখে কাজ করুন ,বিশেষ করে কোন মহিলা উর্দ্ধতন সহকর্মীর দ্বারা শত্রুতা ষড়যন্ত্রের শিকার হতে পারেন। রাস্তাঘাটে চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন , কোমর ও হাঁটুতে চোট আঘাত লাগার সম্ভাবনা।
কন্যা রাশি-আপনার ভাল মানুষীর সুযোগ নিয়ে কোন বহিরাগত আগন্তুককে গৃহে আশ্রয় দিলে বিপদে পড়তে পারেন। শিক্ষাক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। কর্মক্ষেত্রের পরিবেশ মোটেই আপনার অনুকূলে থাকবে না, সহকর্মীদের প্ররোচনা ষড়যন্ত্র ইত্যাদি কারণে কর্ম হানি হতে পারে
ধনু রাশি-নিজের দুর্বলতাকে না ঢেকে রেখে আত্মসমালোচনার দ্বারা নিজেকে সংশোধন করার চেষ্টা করুন ,আখেরে আপনার লাভ হবে। বিবাহের ব্যাপারে অসামাজিক দুঃসাহসী নিয়ম ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন, পাটনার দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা ।শারীরিক ত্রুটিজনিত কারণে সন্তান প্রাপ্তিতে বিলম্ব ঘটবে ।
বৃশ্চিক রাশি -দূর থেকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহের যোগাযোগ, বিবাহিতদের পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে দাম্পত্য জীবনে দূরত্বের সৃষ্টি। কোন অপরিচিত মহিলা থেকে শত যোজন দূরে থাকুন, প্ররোচনায় মান সম্মান হানি।ব্যবসা গতানুগতিক, অংশীদারদের পরামর্শে অযথা লগ্নি করে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন
মীন রাশি-আর্থিক সুখ-স্বাচ্ছন্দ থাকলেও বর্তমানে বহু ব্যয় জনিত কারণে আর্থিক সংকটে পড়বেন। ব্যবসাক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি, অংশীদার সাথে ঝামেলা কারণে আর্থিক ক্ষতি। সন্তানের কর্ম ক্ষেত্রে উর্দ্ধতন কর্মচারীর হস্তক্ষেপে অনিশ্চয়তা তৈরি হবে , তবে জনসাধারণের সাথে যুক্ত কর্ম করলে পরিচিতি লাভ করবে।
কুম্ভ রাশি-স্থাবর বষ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে মায়ের সাথে শত্রুতাল সম্পর্ক তৈরি হবে ।নেতৃত্ব সুলভ আচরণ, আত্ম প্রচেষ্টায় উন্নতি করার মানসিকতার জন্য উপার্জনের বিভিন্ন যোগাযোগ বৃদ্ধি ও অর্থপ্রাপ্তি। কোন উপকারী বন্ধুর আনুকূল্য লাভে মানসিক ইচ্ছাপূরণ হতে পারে।
মকর রাশি-আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ বৃদ্ধি, তাদের উপস্থিতিতে গৃহ পরিবেশে উৎসবের মেজাজ। অভিনয়ের সাথে যুক্ত ব্যক্তিরা ডিজিটাল দুনিয়ায় বিভিন্ন পোস্ট বার্তার মাধ্যমে বিনোদনের রসদ খোজার প্রচেষ্টা । জায়গা জমি সংক্রান্ত ব্যবসা, বেকারি,ওষুধ, দুগ্ধ বিভিন্ন তরল পদার্থের ব্যবসা শুভ হবে।