মেষ রাশি-পরিবর্তন শীল প্রবণতা থাকলেও উন্নতির জন্য নিজ এলাকাতেই নির্ভরশীল থাকুন।নিকটস্থ এলাকায় অস্বাভাবিক প্রেমের সম্পর্কে জড়িয়ে সামাজিক মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা। প্রভূত পরিমাণে আধ্যাত্বিক ও দার্শনিক চেতনা বৃদ্ধি ।যোগ, ধ্যান, সম্মোহন বিদ্যা ইত্যাদিতে জ্ঞান ও পারদর্শিতা লাভ ।
বৃষ রাশি-আত্মীয় কলহ বৃদ্ধি পাবে, ভাই বোনের শারীরিক অসুস্থতার কারণে অর্থ ব্যয়ে আর্থিক সঙ্কটে পড়তে পারেন। বানিয়ে কথা বলার প্রবণতা বন্ধ করুন,বাচালতায় নিজেই নিজের বিপদে ডেকে আনবেন ।পুলিশ মিলিটারি প্রশাসনিক ইত্যাদি সাহসিকতা মূলক কর্মে যুক্ত থাকা ব্যক্তিরা নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেন।
মিথুন রাশি-কম সময়ে অধিক লাভবান হওয়ার আশায় অবৈধ অন্যায় পথে উপার্জন করার মানসিকতা তৈরি হবে ।সন্তানের কর্মস্থলে অতিরিক্ত পরিশ্রম জনিত কারণে সন্তানের শারীরিক ও মানসিক অসুস্থতা দেখা দেবে।রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা সাংগঠনিক দক্ষতার জন্য নেতা হিসেবে প্রভাবশালী হতে পারবেন।
কর্কট রাশি-ভোগ বিলাসের পেছনে অতিরিক্ত খরচে আর্থিক দুর্দশাগ্রস্ত হতে পারেন।উচ্চপদস্থ কর্মী হলে নৈতিক দায়িত্ব কর্তব্যের ব্যাপারে উদাসীনতার কারণে প্রতিষ্ঠা লাভে অসমর্থ হবেন ।বৈদেশিক কোন বিষয়ের সাথে যুক্ত হবার সম্ভাবনা, তবে বর্তমান পরিস্থিতিতে বিলম্ব হবে।
কন্যা রাশি -পরীক্ষার্থীদের জন্য সময়টা মোটেই অনুকূল নয়, আপাতত আশার আলো দেখা যাচ্ছে না। উত্তরাধিকার সূত্রে পরধন প্রাপ্তির সম্ভাবনা। সাংগঠনিক ক্ষমতা ও কর্ম দক্ষতার জন্য উচ্চ পদে নিযুক্ত ব্যক্তিরা দায়িত্বপূর্ণ পদ প্রাপ্তির সম্ভাবনা হলেও বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশি -বিদ্যার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনের সুযোগ আসতে পারে তবে স্বপ্ন পূরণে আপাতত বাধার সম্মুখীন হবেন। গুরু স্থানীয় ব্যক্তিদের দ্বারা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন, পিতার সহিত সম্পর্কের অবনতি ।এডভাইসর ও আইন ব্যবসায় যুক্ত ব্যক্তিরা প্রভূত অর্থ উপার্জন করবেন।
তুলা রাশি-সন্তানের স্থাবর সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা, সমাজে সন্তানের প্রতিপত্তি বৃদ্ধি। উচ্চশিক্ষা ও গবেষণায় রত ব্যক্তিরা নানা বাধা বিঘ্নের মধ্যে সফলতা লাভ করবে, বিদেশ গমনের শুভ সুযোগ হাতছাড়া হতে পারে। জীবন সংগ্রামের কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হবেন, অপরাধমূলক প্রবণতা রোধ করুন মান সম্মান ক্ষুন্ন হবার সম্ভাবনা।
ধনু রাশি-আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীদের সাথে ছোটখাটো সামান্য বিষয়ে মতানৈক্যে সম্পর্কের অবনতি। কর্মস্থলে কোনো অনৈতিক অবৈধ ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলবেন না, মানসম্মন নিয়ে টানাটানি হতে পারে। মহানুভবতা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, দান ধ্যান পুন্য কর্মে অর্থ দান করে মানসিক শান্তি লাভ।
বৃশ্চিক রাশি-মহিলাদের থেকে শত যোজন দূরে থাকুন, যেকোনো মুহূর্তে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। সন্তানের বিবাহিত জীবন নিয়ে মানসিক দুশ্চিন্তা , উদ্বেগ বৃদ্ধি।শিক্ষা-দীক্ষা ,ধর্মীয় বিষয়ে অত্যধিক আগ্রহ থাকবে, সমাজে জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে।
মকর রাশি-সু সন্তান লাভে পরিবারের আনন্দ দ্বিগুণ হয়ে উঠবে। অর্থ উপার্জনের ব্যাপারে যোগাযোগ বৃদ্ধি পাবে ও ঋণশোধের পরিকল্পনায় মানসিক শান্তি।জীবনের বিবিধ পরিবর্তনে ত্যাগ মূলক মানসিকতা ও মোক্ষের প্রতি আসক্ত বৃদ্ধি।
কুম্ভ রাশি-উদাসীনতা ও অলসতার জন্য শুভ সুযোগ হাতছাড়া করলে আফসোসের শেষ থাকবে না। কর্মস্থলে আর্থিক অবনতি ও কর্মস্থল পরিবর্তন হওয়ার জন্য নিঃসঙ্গতায় ভুগতে পারেন।পরিবারের প্রবীণ ব্যক্তিরা দীর্ঘদিন অসুস্থতা থাকার পর সুচিকিৎসায় আরোগ্য লাভ করবে।
মীন রাশি-অতি আধুনিক বিষয়ের প্রতি আগ্রহ, সঙ্গীত, অভিনয় , নাটক ইত্যাদি লেখালেখি,শিল্প চর্চার মাধ্যমে উৎকর্ষতা বৃদ্ধি । শেয়ার ,ফাটকা মূলক অনিশ্চিত বিনিয়োগে লাভবান হতে পারেন। সংযম, ধৈর্য,অধ্যাবসায় ইত্যাদি আত্ম ত্যাগের মাধ্যমে কর্মক্ষেত্রে বিলম্বে সাফল্য ও তৃপ্তি লাভ ।
মেষ রাশি -বুদ্ধিতে জটিলতা বৃদ্ধি পাবে, অতিরিক্ত সাহসী মনোভাবে ভুল সিদ্ধান্তে বিপথগামী হতে পারেন। বাড়ির কাছাকাছি এলাকা থেকে বিবাহের যোগাযোগ বৃদ্ধি ও ইতিবাচক বার্তা পাবেন। ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়িক কোন প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন হলে শুভ হবে।