মেষ রাশি–ভুসম্পত্তি গৃহবাড়ি সংক্রান্ত ব্যাপারে অযথা মামলা–মোকদ্দমায় জড়িয়ে পড়া থেকে সাবধানে থাকুন ,। কর্মের ব্যাপারে একনিষ্ঠতা, দায়িত্বশীল মানসিকতা থাকলেও গতানুগতিক একই কাজে লেগে থাকার জন্য কর্মক্ষেত্রে হতাশা নৈরাশ্য বৃদ্ধি। শরীর স্বাস্থ্যের ব্যাপারে মাথার পেছনে চোট লাগা বা প্রদাহ জনিত পীড়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সতর্ক থাকুন।
বৃষ রাশি–স্থাবর সম্পত্তি কে ঘিরে কণিষ্ঠ ভাই বোনের সাথে মতবিরোধ ও সম্পর্কের অবনতি।রাজনৈতিক কাজে যুক্ত ব্যক্তিদের অমায়িক মিশুকে ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন, সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি হবে। প্রাচীনপন্থী হলেও ধর্মীয় ব্যাপারে গভীর অনুরাগ বৃদ্ধি ও আধ্যাত্মিক প্রবণতা দেখা দেবে।
মিথুন রাশি–পূর্বপুরুষ সূত্রে অথবা মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা।কর্মক্ষেত্রের পরিবেশ আপনার অনুকূলে থাকবে না ,নিজের অজান্তে অবৈধ কোন কর্মের সাথে নিজেকে জড়িয়ে বিপদগ্রস্ত হতে পারেন। অস্থিভঙ্গ অথবা কোন ব্যাধির প্রকোপ দেখা দিতে পারে, অসহ্য শারীরিক ও মানসিক যন্ত্রণায় জীবন দুর্বিষহ মনে হবে।
কর্কট রাশি–শিল্প ও ক্রীড়ামূলক বিষয়ে উচ্চশিক্ষায় সফলতা পেতে বিলম্বের সম্ভাবনা।রাজনৈতিক ও প্রতিরক্ষা বিভাগে সম্মানীয পদে যুক্ত থাকলে কর্মক্ষেত্র অপ্রত্যাশিত মর্যাদা ও সম্মান বৃদ্ধি। চোখের কোন সমস্যা হলে অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
সিংহ রাশি–উচ্চশিক্ষা নানা রকম প্রতিবন্ধকতা ও মানসিক হতাশা তৈরি হবে।সোশ্যাল মিডিয়ায় কোন বিদেশী ব্যক্তির কোনরকম প্রস্তাবে উৎসাহিত হবেন না, তাদের দ্বারা প্রতারিত ,ক্ষতিগ্রস্ত হতে পারেন। মনে হতে পারে আপনার ভাগ্য যেন আপনার অনুকূলে নেই, তবে যেকোনো বিরুদ্ধ পরিস্থিতিতে আপনার অসীম মনোবল আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
কন্যা রাশি–মতানৈক্য মতবিরোধ থাকলেও দাম্পত্য জীবনে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে,। পরিবারের প্রবীণ ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন ,সুচিকিৎসায় রোগ মুক্তি ঘটবে। শুভাকাঙ্ক্ষী কোন প্রিয় বন্ধুর অকাল প্রয়াণে আপনার চিত্ত ব্যাকুলতা দেখা দেবে।
তুলা রাশি–অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার জন্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ও প্রতিষ্ঠা পাবেন। পিএইচডি, গবেষণা মূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা আগ্রাসন মানসিকতার জন্য সফলতা অর্জন করতে পারবেন। পিতার শারীরিক দুর্ভোগ ,পিতার সাথে ঝামেলা মনোমালিন্য সম্পর্কের অবনতি।
বৃশ্চিক রাশি–এজেন্সি বা বীমার দ্বারা লাভবান হতে পারেন, জ্ঞাতির উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কোন অপরিচিত ব্যক্তি বা বিদেশীর সাথে আলাপ আপনার পক্ষে শুভ হবে না, শত্রুতা ও প্রতারণার শিকার হতে পারেন।প্রবীণ ব্যক্তিদের স্মৃতি শক্তির অভাব, নার্ভ সংক্রান্ত রোগ, ইএনটি সমস্যায় জর্জরিত থাকবেন।
ধনু রাশি–স্থাবর সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিয়ে পরিবারের সাথে ঝামেলা অশান্তি,ও বাসস্থান পরিবর্তন করার মানসিকতা তৈরি হবে। অবৈধ গুপ্ত প্রেমের কারনে অশান্তি ও ভীষণভাবে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। জ্যোতিষশাস্ত্র ,শেয়ার ,ফটকা জাতীয় কর্মে যুক্ত ব্যক্তিদের বিশেষ শুভ।
মকর রাশি– সঞ্চয়শীল মানসিকতার হলেও, আর্থিক সাফল্য নানা বাধা, অর্থাগমের পথ প্রশস্ত হবে না। ক্রোধি ও স্বেচ্ছাচারী মনোভাবে ভাতৃস্থানীয় বা প্রতিবেশীদের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। সৃষ্টিশীল সৃজনধর্মী কর্মে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্র গ্রহণযোগ্যতা ও মান সম্মান বৃদ্ধি।
কুম্ভ রাশি–অযাচিতভাবে গৃহ কোন ব্যক্তিকে আশ্রয় দিলে বদনাম ও নানা প্রতিবন্ধকতা দেখা দেবে। অতিরিক্ত ধার দেওয়ার জন্য সম্পত্তি বিক্রয় করতে পারেন, অসতর্ক হলে প্রতারিত হবার সম্ভাবনা। নিকটবর্তী স্থান থেকে কর্ম সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ বৃদ্ধি পাবে।
মীন রাশি–সৃজনশীল লেখালেখি হস্তশিল্পী ইত্যাদি বিষয়ে শুভ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বার্তার মাধ্যমে বাহবা পেতে পারেন। অস্থায়ী ,বেসরকারি কর্মের যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার সন্তান বিভিন্ন জনসংযোগ ও সেবামূলক কর্মের সাথে যুক্ত থাকলে পরিচিতি লাভ করবে।