মেষ রাশি-বিবাহে যোগাযোগের ক্ষেত্রে বিলম্ব , বাধা বিঘ্নের সম্ভাবনা , বর্তমান পরিস্থিতিতে আপাতত বিবাহের খোঁজখবর স্থগিত রাখাই শ্রেয়। ব্যবসা ক্ষেত্রে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট জনিত উৎপাত শুরু হবে, ব্যবসার পরিমাণ ধীরে ধীরে কমবে এবং বকেয়া টাকা উদ্ধারে নানা সমস্যার সম্মুখীন হবেন। ইন্টারনেটের মাধ্যমে আর্থিক লেনদেন করলে যথেষ্ট সতর্কতার প্রয়োজন নেবেন, হ্যাকার দ্বারা টাকা লোপাট হতে পারে।অসৎ ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন।
বৃষ রাশি-দীর্ঘদিন ধরে চলতে থাকা পরিবারের ঝুট-ঝামেলার অশুভ প্রভাব কমবে,,শান্তির পরিবেশ ফিরে আসবে। শিক্ষাক্ষেত্রে বিদ্যার্থীরা সাফল্য পাবে, সাথে সাথে ভালো মনের মত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মিলতে পারে অনলাইনের মাধ্যমে। বর্তমানে সন্তানের কর্ম ক্ষেত্রে নানা রকমের সমস্যা আপনাকে উদ্বিগ্ন রাখবে ,কর্ম নিয়ে প্রবল টালমাটাল চলতে থাকবে, কর্মে অনিশ্চয়তা দেখা দেবে।
মিথুন রাশি- বিদ্যালাভে নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হবেন , নেটের মাধ্যমে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সমস্ত রকম চেষ্টা ব্যর্থ হবে। সমস্ত রকম তথ্যোর সত্যতা যাচাই করে তবেই অর্থ লেনদেন করূন। কর্ম নিয়ে চাপা টেনশন থাকবে ,কর্মক্ষেত্রে ওপরওয়ালা ও সহকর্মীদের অসহযোগিতা অশান্তির পরিবেশ সৃষ্টি করবে। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন ,অসুস্থতা ও চোট-আঘাত লাগার প্রবল সম্ভাবনা।
কর্কট রাশি-কোন নিকটাত্মীয় কে গৃহে আশ্রয় দিলে দুঃখের অন্ত থাকবে না ,পারিবারিক শান্তি ভঙ্গ হবে। বর্তমান পরিস্থিতিতে সন্তানের কর্ম নিয়ে দুশ্চিন্তা বাড়বে, আপাতত নতুন কর্মপ্রাপ্তিতে প্রবল বাধা ,এমনকি কর্ম হানি হতে পারে ।ব্যবসায় অন্য কোনো ব্যবসায়ী সংস্থা দ্বারা চুক্তি ভঙ্গের কারণে ব্যবসা ক্ষেত্রে বিপুল আর্থিক ক্ষতি।
সিংহ রাশি-প্রেমজ সম্পর্কে ভুল বোঝাবুঝি ও দূরত্বের কারণে প্রেমের বিচ্ছেদ হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত বুঝে শুনে করুন।ব্যবসা মোটামুটি শুভ, তবে অংশীদারদের সাথে কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব ও মতান্তরে অশান্তি দেখা দেবে। অধিক বিনিয়োগের পথে হাঁটবেন না। দাম্পত্য জীবন মোটামুটি, স্বামী স্ত্রীর শারীরিক অসুস্থতা ও মতানৈক্যের কারণে সাময়িক দূরত্বের সৃষ্টি হবে।
কন্যা রাশি- প্রতিদানের আশা না রেখেই নিজের কর্তব্য পরায়ন দ্বারা পরিবারের প্রতিকূল পরিবেশকে শান্তিতে রাখার মরিয়া প্রচেষ্টা ব্যর্থ হবে। একাধিক বিবাহ যোগাযোগ আসবে, তবে পাকা কথাবার্তা কার্যকরী হওয়াতে বাধা , আশাভঙ্গে হতাশা বৃদ্ধি। সন্তানের কর্ম লাভের যোগাযোগের সম্ভাবনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে বিলম্ব হবে। কর্মক্ষেত্রে অশান্তির পরিবেশ অব্যাহত থাকবে ,মাথা ঠাণ্ডা রাখুন।
তুলা রাশি- সন্তানের শিক্ষায় অনেক বাধা বিঘ্নের পর সাফল্য লাভের আশার আলো, নেটের মাধ্যমে মনের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও ভর্তির সুযোগ। প্রেম বিবাহ হলে দাম্পত্য জীবন শুভ হবে,স্বামী-স্ত্রীর মধ্যে পুনঃ মিলন ঘটবে মানসিক ও শারীরিক তৃপ্তি লাভ । এজেন্সি, বীমা থেকে লাভবান হতে পারেন, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে আত্মহারা হতে পারেন।
বৃশ্চিক রাশি-বর্তমান পরিস্থিতিতে সম্পত্তি ক্রয়-বিক্রয় সিদ্ধান্ত আত্মীয়-পরিজনদের বাধা দেয়ার কারণে ফলপ্রসূ হবে না। একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে একনিষ্ঠতার অভাবে সম্পর্কের ছেদ বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার ব্যবসা শুভ হবে না, ক্ষতির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে, নতুন করে বিনিয়োগ এর চিন্তা না করাই বুদ্ধিমানের কাজ হবে।
ধনু রাশি-অর্থ উপায় বাড়তি উৎসাহ, লেখালেখি বিজ্ঞাপন সংবাদিক এজেন্সি দালালি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন করবেন। দাম্পত্য জীবনে মানসিক দ্বন্দ্ব, শারীরিক অসুস্থতা ইত্যাদি ঝামেলার কারণে দূরত্বের সৃষ্টি হবে, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর হারিয়ে যাবার জন্য বিপদে পড়বেন, নিজের নির্বুদ্ধিতায় সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে।
মকর রাশি-সন্তান অমানুষ হবে, আপনার সন্তান সোশ্যাল মিডিয়ার বদ সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে মহিলা দ্বারা প্ররোচনার শিকার হবে। মতানৈক্য,বাধা বিঘ্নের মধ্য দিয়ে পারিবারিক মতামতে বিবাহ সম্পন্ন হবে, বিবাহসূত্রে অর্থ প্রাপ্তি হবে। অনলাইনে অর্থ লেনদেনের সময় অত্যন্ত সতর্কতা মূলক ব্যবস্থা নিন, হ্যাকার দ্বারা আপনার সারা জীবনের কষ্টার্জিত সঞ্চিত ধন নিমিষে গায়েব হতে পারে।
কুম্ভ রাশি-প্রতারণামূলক প্রেমজ সম্পর্ক থেকে সতর্ক থাকুন, ঝোঁকের মাথায় কোন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে পারেন। সেবামূলক কাজে দুঃস্থ ব্যক্তিদের সাহায্য করে সমাজের জনপ্রিয়তা লাভ করবেন। প্রতিযোগিতাপূর্ণ মানসিকতার জন্য কর্মক্ষেত্রে শত্রুদের সমস্ত পরিকল্পনাকে নস্যাৎ করে কর্মে প্রতিষ্ঠিত হবেন,মান সম্মান বৃদ্ধি হবে।
মীন রাশি-ভূসম্পত্তি গৃহ বাড়ি সংক্রান্ত বিষয়ে ভাতৃ বিরোধ তুঙ্গে, মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন।বহুমুখী প্রতিভা, বিশ্লেষণী ক্ষমতা,আর সৃজনশীল মানসিকতা এইসব সম্মিলিত প্রতিভাকে কাজে লাগিয়ে মৌলিক কিছু সৃষ্টির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বার্তার মাধ্যমে বাহবা পেতে পারেন।ভুলে যাবার প্রবণতা বৃদ্ধি হবে, স্নায়ুরোগ শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, চোখের সমস্যা ,ইত্যাদি তে ভুগতে পারেন।