মেষ রাশি-বিদ্যার্থীরা শিক্ষা লাভে নানা বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, শিক্ষার জন্য দূরে কোথাও যাবার সিদ্ধান্ত নিতে পারেন। মাতৃ সুখে বাধা, পারিবারিক অশান্তি, বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা।ব্যবসা ক্ষেত্র মোটামুটি শুভ, ব্যবসায় প্রসার লাভ ,অংশীদারদের সুপরামর্শ ও সম্পূর্ণ সহযোগিতায় লাভবান হবেন।
বৃষ রাশি-আপনার ঊগ্র ও কর্কশ কথাবার্তায় পারিবারিক ও মাতৃ সুখ থেকে বঞ্চিত হবেন।সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক ও তাদের আনুকূল্য লাভ করবেন। শিক্ষা সংক্রান্ত বিষয় থেকে অর্থ উপার্জন হবে বিজ্ঞাপন সংস্থা সংবাদপত্র ইত্যাদি শুভ হবে।
মিথুন রাশি-বিবাহিত জীবনের অতৃপ্ততা থাকবে ,পার্টনারের বিপদ বা আঘাত প্রাপ্তির কারণে দাম্পত্য জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আপনার সন্তান কর্ম ক্ষেত্রে উচ্চপদ প্রাপ্তির জন্য প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করলে সাফল্য পাবেন । প্রশাসন বিভাগের উচ্চ পদস্থ কর্মে যুক্ত ব্যক্তিদের দ্রুত সাহসী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতার জন্য কর্মস্থলে খ্যাতি সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা
সিংহ রাশি-বড় ভাই ও শুভাকাঙ্ক্ষী বন্ধুদের সাথে সুসম্পর্ক থাকবে ও তাদের আনুকূল্যে সৌভাগ্য লাভ হবে। সন্তানের বিবাহের জন্য দূর থেকে যোগাযোগ হবে তবে ভুল তথ্যের ভিত্তিতে বিবাহ শুভ হবে না।কর্মস্থলে সাংগঠনিক ক্ষমতার জন্য উচ্চ পদে উপনীত হবার সম্ভাবনা। দায়িত্বপূর্ণ পদপ্রাপ্তির সম্ভাবনা।
কর্কট রাশি-মাতার সাথে সুসম্পর্ক ও সাংসারিক উন্নতি, বন্ধু দ্বারা গৃহস্থালির প্রয়োজনীয় উপকরণ প্রাপ্তি হতে পারে। আপনার সন্তান চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করলে সুফল পাবে। বড় কোন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারার সুযোগও সৌভাগ্য লাভ করবেন।
কন্যা রাশি-গৃহে ভাড়াটিয়া থাকলে ভাড়া সংক্রান্ত কারণে অযথা ঝামেলা হয়ে শত্রুতার সৃষ্টি। একাধিক কর্মে যুক্ত থাকতে পারেন, কার্যসিদ্ধির জন্য কুট বুদ্ধির পরিচয় দিয়ে থাকবেন ।মেডিকেল সংক্রান্ত কর্ম সাংবাদিকতা এজেন্সি আইন সাংবাদিকতা ইত্যাদি শুভ হবে ।ব্যবসা ক্ষেত্রে সামান্য হলেও আশার আলো দেখতে পাবেন, অংশীদারদের সুপরামর্শে ব্যবসায় অগ্রগতি হবে ।
তুলা রাশি-শিক্ষা ক্ষেত্রে নানা বাধা, ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বাধা হবে, ভুয়া প্রতিষ্ঠানে ভর্তি করার নামে প্রতারণা, অসৎ ব্যক্তি থেকে সতর্ক থাকুন। স্বামী-স্ত্রীরর মধ্যে মনোমালিন্য হলেও দাম্পত্য জীবনে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সুসম্পর্কের শান্তির পরিবেশ বজায় থাকবে। একই সাথে পরস্পর বিরোধী মতামত পোষণ করার জন্য কোন প্রভাবশালী ব্যক্তির সাথে সংঘাত হতে পারে।
বৃশ্চিক রাশি – পিতৃকুল থেকে কোন প্রকার দুঃখ প্রাপ্তি বা পিতৃতুল্য কারুর অকাল প্রয়াণে আপনার মনোবল ভেঙে যাবে।যোগ্যতা থাকলেও আপনার সঠিক মূল্যায়ন হবে না, কর্ম ক্ষেত্রে মর্যাদা না পাওয়ায় আপনার হতাশা বৃদ্ধি। জ্ঞাতির উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি , বা বীমা থেকে লাভবান হতে পারে।
ধনু রাশি- সন্তানের বিদ্যা ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য দূরে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, তবে বর্তমানে ফলপ্রসূ হবে না। বাড়ি নিকটস্থ এলাকা থেকে অর্থ উপার্জনের বিভিন্ন যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসায় দূর থেকে যোগাযোগ বৃদ্ধি ও ব্যবসায় প্রসার লাভের সম্ভাবনা থাকলেও ঝামেলা ঝঞ্ঝাট এর জন্য অগ্রগতি ব্যাহত হতে পারে।
মীন রাশি -মানসিক অস্থিরতার কারণে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যা আপনার বিপক্ষে যেতে পারে। বিদ্যার্থীরা চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করলে শুভ ফল পাবেন। কর্মস্থলে কোন অবৈধ গোপন-ক্রিয়া কলাপের সাথে নিজেকে যুক্ত করবেন না, কর্মহানির সম্ভাবনা।
কুম্ভ রাশি-উৎশৃংখলতার কারনে অসৎ সঙ্গে পড়ে অবৈধ প্রেমে জড়িয়ে মান সম্মান হানির সম্ভাবনা।শুভাকাঙ্ক্ষী কোন প্রিয় বন্ধুর আকস্মিক অকাল প্রয়াণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন।ব্যবসাক্ষেত্রে অস্থিরতা ঝামেলা তৈরি হবে, অংশীদারদের অসহযোগিতা ও শত্রুতার কারণে ব্যবসার অগ্রগতি ব্যাহত হবে।
মকর রাশি=সাহসী ও উদ্যমশীল মানসিকতার জন্য আয়ের ব্যাপারে উৎসাহ বাড়বে ও নিজের প্রচেষ্টায় উন্নতি করবেন।নাচ গান অভিনয় ইত্যাদি বিনোদনমূলক কর্মে যুক্ত ব্যক্তিদের পারদর্শিতা বৃদ্ধি ও শৈল্পিক দক্ষতার কারণে যশোলাভ ঘটবে। জীবনে কিছু রহস্যময় অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে ,যা একাকীত্ব বাড়িয়ে তুলবে।