মেষ রাশি- সৌন্দর্য বিলাসী মানসিকতা , লেখালেখি,বিনোদন জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মে উৎসাহ ও মানসম্মান বৃদ্ধির সম্ভাবনা।বাড়ির কাছাকাছি বা আত্মীয়স্বজনের মাধ্যমে বিবাহের যোগাযোগ শুভ হলেও ফলপ্রসু হতে নানা প্রতিবন্ধকতা দেখা দেবে। গোয়েন্দা সংস্থায় কর্মরত ব্যক্তিরা কর্ম ক্ষেত্রে প্রভাব ও সুনাম অর্জন করতে পারবেন।
বৃষ রাশি– বাড়ির কাছাকাছি প্রেমজ যোগাযোগ বৃদ্ধি হবে, প্রেমজ সম্পর্কে মানসিক প্রশান্তি লাভ।লেখালেখি ,প্রকাশনা বিজ্ঞাপন সাংবাদিক ,দালালি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন শুভ হবে।ন্যায়–নীতি পরায়ন ও সৎ মানসিকতার হবেন, সদ্গুরু লাভে জীবনে বড় বিপদ থেকে রক্ষা পাবেন।
মিথুন রাশি– নিজ প্রচেষ্টায় অর্থ উপার্জন করবেন, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।, জীবন সঙ্গীর শারীরিক অসুস্থতা বা অস্বাভাবিক অভিব্যাক্তি দাম্পত্য সুখের অন্তরায় হত পারে।কর্মরত সন্তানের কর্মস্থলে নানা প্রতিবন্ধকতা ও পরিবেশ অনুকূলে থাকবে না, কর্মস্থল পরিবর্তনে মানসিক নৈরাশ্য বৃদ্ধি।
কর্কট রাশি–পিতার সাথে ঝামেলা ও মতানৈক্যে সম্পর্কের হানির কারণে মানসিক হতাশা বৃদ্ধি। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নিরলস পরিশ্রমের যোগ্য সন্মান পেতে বিশেষ বিলম্ব ঘটবে। কর্ম ক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার জন্য প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করলে সফলতা পেতে পারেন।
সিংহ রাশি–স্বামী–স্ত্রীর মানসিক দ্বিধাদ্বন্দ্ব , অশান্তি,সামাজিক মান সম্মান রক্ষার্থে অসহনীয় বোঝাপড়া। ইচ্ছা পূর্তিতে বিলম্ব,হওয়া কাজ না হওয়ায় মানসিক হতাশা বৃদ্ধি, । বিনোদন জগত, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে নিজস্বতা, স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হবেন।
কন্যা রাশি– বাড়িতে মাতৃস্থানীয়া কোন গুরুজনের শারীরিক অসুস্থতায় বাড়তি দায়িত্বে আপনার মাথাব্যথার কারণ হতে পারে।পিতৃকূল থেকে কোন প্রকার দুঃখ প্রাপ্তি আপনার আত্মবিশ্বাস টলিয়ে দিতে পারে। কর্মরতদের কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কর্ম উন্নতিতে বাগড়া দিতে পারে, কর্মস্থল পরিবর্তন হতে পারে।
তুলা রাশি–পারিবারিক কোন ব্যবসা থাকলে ব্যবসার উন্নতি ও প্রসার লাভ,পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হবে। উদ্দেশ্যহীন, অস্থির মানসিকতার কারণে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে বাকবিতন্ডায় আইন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়তে পারে।ডায়াবেটিক থাইরয়েড পেশেন্টেরা শরীর নিয়ে সচেতন থাকুন, প্রয়োজনে ডক্টরের পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি–আপনার অতিরিক্ত সরলতার সুযোগ নিয়ে নিকটাত্মীয় দ্বারা শত্রুতা ও ক্ষতিগ্রস্থ হতে পারেন, সতর্ক থাকুন।এজেন্সি বা বীমার দ্বারা লাভবান হতে পারেন। প্রশাসনিক ,কর্পোরেশন, আইন ইত্যাদির সাথে যুক্ত কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মানীয় পদে লিপ্ত থাকবেন।
ধনু রাশি–বিদ্যার্থীরা চিকিৎসা, রসায়ন, আইন ইত্যাদি বিষয়ে শিক্ষায় ভবিষ্যতে সাফল্য লাভ করবেন, পড়াশোনা চালিয়ে যান। ব্যবসাক্ষেত্রে অংশীদার ঝামেলা ও শত্রুতা করতে পারে,কোন ব্যক্তির সাথে প্রকাশ্য শত্রুতায় ব্যবসায় ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা।ঊশৃংখল ,অত্যাচারী লাইফ পার্টনার এর জন্য বিবাহিত জীবনে নৈরাশ্য তৈরি হবে, মানসিক চাপ বৃদ্ধি।
মকর রাশি–ভাড়াটিয়া থেকে আপনার নিশ্চিত প্রাপ্য অর্থ আদায় কে কেন্দ্র করে ঝামেলা ও অশান্তিতে ভুগবেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বিগ্নতার মধ্যে থাকবেন। একাধিক ব্যবসার সাথে জড়িত থাকতে পারেন, দূরবর্তী স্থানে ব্যবসার যোগাযোগ বৃদ্ধি পেলেও অতিরিক্ত বিনিয়োগ করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
কুম্ভ রাশি–পারিবারিক মনোমালিন্য ও মাতার স্বাস্থ্য হানি আপনার দুশ্চিন্তার কারন হবে।বাকসংযমী হোন, অতিরিক্ত প্রতিবাদী সুলভ কথাবার্তায় কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। চালাকি করতে গিয়ে বোকামি করে বসবেন না, কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা শত্রুতার সম্মুখীন হতে পারেন।
মীন রাশি—হঠাৎ করে রাগ, জেদ বৃদ্ধি পাবে ,কোনরকম হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকাই মঙ্গল জনক হবে।নিরাশ হবেন না, বিলম্ব হলেও আপনার ধৈর্যশীল অধ্যাবসীয় মনোভাবে সফলতা পাবেন ।পারিপার্শ্বিক প্রতিকূল পরিস্থিতি কারণে মানসিক অবসাদ বৃদ্ধি ,ঈশ্বরের আরাধনায় শান্তি লাভের প্রচেষ্টা।