মেষ রাশি-সন্তানের শারীরিক সুস্থতা থাকবে, বর্তমান ডামাডোল পরিস্থিতিতেও সন্তানের কর্ম্ম ক্ষেত্রে আর্থিক উন্নতি তে মানসিক স্বস্তি বোধ। শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় সাফল্য । গৃহে মনোরম পরিবেশ,মাতৃসুখ লাভ, সম্পত্তি সংক্রান্ত আয় হবে। বাড়ির কাছাকাছি প্রেমের সম্পর্ক শুভ হলেও শুধুমাত্র আবেগপ্রবণ হয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেন না।
বৃষ রাশি-গৃহে চুরি হওয়ার কারণে বিপদগ্রস্ত হতে পারেন, বিষাক্ত কীট দংশন থেকে সতর্ক হোন।ব্যবসাক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হবে, নতুন দোকান ঘর ক্রয়করার শুভ যোগ। দুধ ও দুগ্ধজাত পণ্যের ব্যবসা , বেকারি ব্যবসা, চিকিৎসার কাজে ব্যবহৃত দ্রব্যের ব্যবসা ইত্যাদি শুভ হবে।কর্মস্থান পরিবর্তন হতে পারে, দূরবর্তী অঞ্চলে কর্ম লাভ হবে। পুলিশ মিলিটারি ইঞ্জিনিয়ার প্রতিরক্ষা বিভাগ, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের শুভ সময়।
মিথুন রাশি-নিম্নবর্ণের কারো সাথে গোপনে বিবাহ হতে পারে, অথবা বিবাহে গোপনীয়তা রহস্যময় ব্যাপার থাকবে।গর্ভবতী মহিলাদের সন্তান সুখ থেকে বঞ্চিত হতে পারেন বা কোন কারণে সন্তানের দুর্ঘটনাজনিত শারীরিক অসুস্থতায় হতাশা বাড়বে। ব্যবসাক্ষেত্রে শুভ নয় ,বিশেষ করে অংশীদারি ব্যবসায় অর্থ বিনিয়োগ প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
কর্কট রাশি-পরিচিত বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ বাড়বে ও তাদের দ্বারা সাহায্য প্রাপ্তি। হঠাৎ করে অন্যের সম্পত্তি প্রাপ্তিতে আনন্দে আত্মহারা হতে পারেন ,দালালি ও শেয়ার সংক্রান্ত লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনার মাথা ব্যাথার কারন হবে, দুর্ঘটনা ,লিভার সমস্যা, পেটে অস্ত্রোপচার হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।
সিংহ রাশি-দীর্ঘদিনের কোন মনের ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা, তবে স্বার্থপর মানসিকতা ত্যাগ না করলে সাংসারিক সুখলাভ থেকে বঞ্চিত হবেন। কোন বাধাধরা কর্মের সাথে যুক্ত থাকলে কর্মক্ষেত্রে দুর্জন বন্ধু বেশি সহকর্মীদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিপদগ্রস্থ হতে পারার প্রবল সম্ভাবনা। স্বাস্থ্য মোটেই সুখকর নয়, কোন দীর্ঘস্থায়ী ক্রনিক ব্যধিতে নাজেহাল হবেন, বাত হাঁপানি,চুল ও দাঁতের সমস্যায় বিব্রত থাকবেন।
কন্যা রাশি-অনৈতিক কোন কাজকর্ম থেকে বিরত থাকুন, অন্যায় পথে সুযোগ নিলে অপবাদ অপযশ আপনার জন্য অপেক্ষা করছে। উচ্চশিক্ষা বা মৌলিক গবেষণামূলক কাজের সাথে যুক্ত থাকলে আপনার প্রচেষ্টার স্বীকৃতি মিলতে পারে। ইন্টারনেটের মাধ্যমে কর্মের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন তাহলে সাফল্য পাবেন।দীর্ঘদিনের পুরনো মামলার ফলাফলের রায় আপনার পক্ষে যাবে।
তুলা রাশি-বাধাবিঘ্ন মধ্য দিয়েও নেট দুনিয়াযর সাহায্য নিয়ে শিক্ষার্থীরা ইতিহা,স দর্শন ভূগোল প্রত্নতত্ত্ব খনিজ সম্পদ ইত্যাদি বিষয়ে বিদ্যাশিক্ষা করলে শুভ হবে।বর্তমান ডামাডোলের বাজারেও আপনার স্থায়ী কর্ম লাভের যোগাযোগ আসবে, তবে আপনার অলসতা ও কুড়েমির কারণে কর্মক্ষেত্রের ভালো সুযোগ নষ্ট হতে পারে। অতিরিক্ত বিলাসিতা কারণে স্বাস্থ্যহানি হবে, মহিলাদের জরায়ু সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত সমস্যা, ই এন টি সমস্যায় ভোগার আশঙ্কা।
বৃশ্চিক রাশি-বিভিন্ন শিক্ষা-দীক্ষা ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি ও জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়বে।প্রেমে অসফলতা, মান সম্মান হানি থেকে নিজেকে রক্ষা করার জন্য বাড়ির কাছাকাছি কোন প্রেমজ প্রস্তাব থেকে শতহস্ত দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। দাম্পত্য কলহের কারণে মান সম্মান হানি, মাতৃস্থানীয়ার মধ্যস্থতা ও তাদের কুমন্ত্রণায় দাম্পত্য জীবনে অশান্তির ঝড় বইবে।
ধনু রাশি-অতিরিক্ত চঞ্চল ও পরিবর্তনশীল প্রিয় মানসিকতায় ভ্রমণপিপাসু হবেন। তবে বর্তমান পরিস্থিতিতে ভ্রমণ পিপাসা মেটাতে ওয়েবসাইটের বিভিন্ন পর্যটন মূলক পোসটে আপনার ইচ্ছা দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন। ইএনটি জনিত সমস্যা হলে ডক্টরের পরামর্শ নিন, তবে চিকিৎসায় বিভ্রাট ঘটতে পারে। কর্মস্থানে অসতর্কতার সুযোগ নিয়ে মুখোশধারী কর্মচারীর শত্রুতার সৃষ্টিতে হয়রানি, অতি বিশ্বাসের মাসুল দিতে হতে পারে
মকর রাশি-সাংসারিক পরিবেশ অশান্তিময়,গৃহ ভূমি জমিজমা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট আদালতের দ্বারস্থ হতে পারে। বর্তমানে দমবন্ধ করা পরিস্থিতিতেও গৃহে নতুন অতিথি আগমনের বার্তা খুশির বন্যা। সন্তানের কর্ম ক্ষেত্রে উন্নতি ও দূরদর্শিতা দক্ষতার কারণে কর্মে মান-সম্মান বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি-বিদ্যার্থীরা শিক্ষা ক্ষেত্রে লাইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটা আপনার পক্ষে যাবে। গৃহে পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্কের শিথিলতা আসবে, গুরুজন বা গুরুস্থানীয় কারো সাথে সম্পর্কের মনোমালিন্যের জেরে মানসিক হতাশায় ভুগবেন। কর্মে আপনার পরাক্রমী মনোভাব ও সাংগঠনিক ক্ষমতার জন্যে কর্মক্ষেত্রে আপনার নাম যশ প্রতিষ্ঠা খ্যাতি লাভ করবেন ও সম্মানজনক পদে উন্নীত হবেন।
মীন রাশি-ধনশালী ও প্রতিপত্তি সম্পন্ন কোন বন্ধুত্বের সাহায্যের হাত আপনার বর্তমান সমস্যার কিছুটা সুরাহা হবে। পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে সন্তানের সাথে ঝামেলা ও মানসিক দূরত্ব সৃষ্টি হবে। ব্যবসাক্ষেত্রে যোগাযোগ আসবে ,তবে অংশীদারের বিশ্বাস ভঙ্গের কারণে ব্যবসার আর্থিক ক্ষতি, নতুন করে লগ্নির পথে হাঁটলে ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে।