মেষ রাশি-শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় সাফল্য পাবে ও প্রতিষ্ঠানে ভর্তি হতে কোন ঝামেলায় পড়তে হবে না। আইন চিকিৎসা সাহিত্য অর্থনীতি ইত্যাদি শিক্ষা শুভ হবে। ভাই বোন প্রতিবেশীদের সাথে অযথা বাকবিতন্ডায় জড়িয়ে মানসিক অশান্তিতে ভুগবেন। বুদ্ধিতে জটিলতা বৃদ্ধি পাবে, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বিপথগামী হবার সম্ভাবনা।
বৃষ রাশি- আপনার অসতর্কতার সুযোগ নিয়ে কোন ব্যক্তি প্রবেশ করতে পারে , গৃহে চুরি হবার সম্ভাবনা। বর্তমান পরিস্থিতিতে চরম আতঙ্ক দায়ক প্রতিকূলতার সম্মুখীন হওয়া থেকে সতর্ক থাকুন। কর্মের জন্য প্রশিক্ষণ বা কর্ম সংক্রান্ত কোনো যোগাযোগ হতে পারে,সাংবাদিকতা, বিজ্ঞাপন এজেন্সি ইত্যাদি শুভ হবে।
মিথুন রাশি-উচ্চশিক্ষা ও গবেষণায় রত ব্যক্তিদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের পর সফলতায বিলম্বে ঘটবে। ধর্মীয় ব্যাপারে কোন গুরু স্থানীয় ব্যক্তির সাথে দ্বন্দ্ব ও মতানৈক্যে অযথা হয়রানি হতে পারেন। কর্মরতদের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কর্মক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা, উন্নতিতে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে।
কর্কট রাশি-বড় ভাই বোনের দ্বারা আর্থিক আনুকূল্যে লাভবান হতে পারেন। সন্তানের কর্ম প্রদানকারী কোনো সংস্থার সাথে শুভ যোগাযোগের সম্ভাবনা। জলাশয় থেকে শত যোজন দূরে থাকুন, জলপথে যাতায়াত আপনার বর্জন করাই শ্রেয়।
সিংহ রাশি-পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে বিবাহিত জীবনে ক্রমশ আকর্ষণ হারিয়ে ফেলবেন। দাম্পত্য জীবনের সম্পর্ক ছেদ পার্টনার দ্বারা প্রতারিত হতে পারেন।ব্যবসা অশুভ, অংশীদারি ব্যবসাম অংশীদারের পরামর্শে ব্যবসায় অধিক লগ্নি ও আর্থিক ক্ষতির বৃদ্ধি পাবে। অধিক পরিশ্রম জনিত কারণে স্বাস্থ্যহানি,ও দীর্ঘস্থায়ী কোন পুরাতন ক্রনিক রোগে ভোগার সম্ভাবনা।
কন্যা রাশি-মাতা বা মাতৃস্থানীয়া কোন মহিলার দ্বারা শত্রুতা, তাদের অমানবিক আচরণে মানসিক শান্তি বিঘ্নিত হবে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে সন্তান প্রাপ্তিতেতে প্রবল বাধা, সন্তানের শারীরিক ত্রুটি জনিত কারণে দুশ্চিন্তা হতাশা বৃদ্ধিঋ পুষ্টির অভাবজনিত কারণে স্বাস্থ্যের অবনতি ঘটবে, স্নায়ুরোগ সংক্রান্ত নানা সমস্যা, মূত্র জনিত পীড়ায় বিরম্বনার শেষ থাকবে না।
তুলা রাশি-উচ্চশিক্ষা ও গবেষণামূলক ব্যাপারে উন্নতি লাভ বাধা বিঘ্নের জন্য বিলম্বে ঘটবে। শত্রুপক্ষ সক্রিয় থাকলেও ভাগ্যের আনুকূল্য লাভে অনেক অপ্রীতিকর প্রতিকূল পরিস্থিতি কে আপনি জয় করতে পারবেন। ব্যবসা লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে, দূরদর্শিতা পরিচালনার জন্য ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, তবে এই মুহূর্তে বিনিয়োগ শুভ হবে না
বৃশ্চিক রাশি-কর্মের জন্য প্রশিক্ষণ নিলে সফল হবেন, চাকরি সংক্রান্ত পড়াশোনা আপনার জন্য শুভ হবে ।ভুল পদক্ষেপে বিপর্যয়,কোন প্রকার দুর্নীতিতে নিজেকে জড়িয়ে প্রবল ক্ষতির সম্মুখীন হতে পারেন,। ব্যবসায়ে অগ্রগতি ব্যাহত হবে , এই মুহূর্তে লগ্নি শুভ হবে না, অংশীদারির অসহযোগিতার ভিত্তিতে ব্যবসায় ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা।
ধনু রাশি-সঞ্চয় শীল প্রবণতা থাকার জন্য আর্থিক সমস্যায় পড়বেন না, জমি বাড়ি বাহন সংক্রান্ত আয় হবে। আত্মীয়-স্বজন প্রতিবেশী দের থেকে দূরত্ব বজায় রেখে চলুন, হঠাৎ করেই কোন রকম ঝামেলায় পড়তে পারেন। দাঁত কান সংক্রান্ত সমস্যায় প্রবল কষট পাবেন, বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা জনিত সমস্যায় হয়রানি শেষ থাকবে না।
মকর রাশি-আপনার অতিরিক্ত অপ্রিয় সত্য কথা বলার প্রবণতা ত্যাগ করুন ,পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধে মানসিক দূরত্ব বাড়বে। পার্টনার দ্বারা ভালো হতে পারেন। কর্মরতদের কর্ম উন্নতিতে বাধা, তবে খাদ্যদ্রব্য সংস্থায় কর্ম, কেমিক্যাল ও পেট্রোলিয়াম সংস্থায়, ঔষধ প্রস্তুতকারী কোম্পানী তে কর্ম শুভ হবে।
কুম্ভ রাশি-বহু ব্যয়ে আর্থিক অসুবিধায় পড়ে মানসিক উদ্বেগ্ বাড়বে। অতিরিক্ত অস্থিরতা, দ্বিধা দ্বন্দে পড়ে ভুল প্রেমিক প্রেমিকা নির্বাচনে প্রেমে প্রতারিত হতে পারেন। কর্মস্থলে কর্মরতরা উচ্চ পদস্থ কর্মকর্তার ষড় যন্ত্রের জন্য মান মর্যাদা হানি হওয়ার সম্ভাবনা
মীন রাশি-পারিবারিক ব্যবসা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হবার কারণে সদস্যদের মধ্যে সম্পর্কের শীতলতা আসবে। সাধারণ শিক্ষায় বাধা হলেও উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমনের সুযোগ আসার সম্ভাবনা। পার্টনারের একাধিক মেলামেশা বা স্বেচ্ছাচারী হঠকারী মনোভাবে বিবাহিত জীবনে অশান্তির কালো মেঘ।