বৃষ রাশি–বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকবেন। বিদ্যার্থীরা শিক্ষায় যথেষ্ট আগ্রহ ও কৌতুহলী মনোভাবাপন্ন হবে, বিদ্যার্জনে সাফল্য অর্জন করবে। জমি বাড়ী গাড়ী প্রভৃতি দালালি সংক্রান্ত কর্মে নিযুক্ত ব্যক্তিরা ইতিবাচক সফলতা পাবেন।
মেষ রাশি–ভূসম্পত্তি গৃহ বাড়ি সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রতিবেশীদের সাথে শত্রুতার সম্মুখীন হবেন, ঘটনা আদালত পর্যন্ত গড়াতে পারে। মেধা শক্তি ভালো হলেও বিদ্যার্থীদের অত্যধিক পরিবর্তনশীল মানসিকতার জন্য শিক্ষায় বাধার সম্মুখীন হবে। ইলেকট্রিক্যাল, খনিজদ্রব্য,কৃষি কার্য ইত্যাদি কর্ম শুভ, প্রশাসনিক কর্মে যুক্ত ব্যক্তিদের হতাশা নৈরাশ্য বৃদ্ধি।
মিথুন রাশি–আয়ের ব্যাপারে অত্যধিক মানসিক উৎসাহ থাকবে, বিভিন্ন পথে আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে ব্যর্থতা ও বিচ্ছেদ জনিত কারণে মানসিক হতাশায় ভুগবেন। লেখালেখি ,বিজ্ঞাপন, সাংবাদিকতা দালালি , মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ফিজিওথেরাপি ইত্যাদি কর্মে যুক্ত ব্যক্তিরা বিশেষ শুভ ফল পাবে।
কর্কট রাশি–আপনার প্রাপ্য বকেয়া অর্থ পেতে হয়রানি ও ঝামেলা ঝঞ্ঝাট সম্মুখীন হবেন। সিদ্ধান্তহীনতায় অসৎ লোকের পাল্লায় পড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে বিপদগ্রস্ত হতে পারেন। সরকারি কর্মে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে দক্ষতা, সাংগঠনিক পারদর্শিতার জন্য সফলতা অর্জন করবেন।
সিংহ রাশি– প্রেমের সম্পর্ক এড়িয়ে চলুন, আপনার ভালোবাসা অপাত্রে অর্পিত হবে।তিক্ত অভিজ্ঞতায় নিজেকে পরিবারের অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখার প্রচেষ্টা ও ত্যাগমূলক মানসিকতা। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিত্বদের বাক্য প্রয়োগে অতি সতর্কতার প্রয়োজন, বিভ্রান্তিমূলক কোন মন্তব্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
তুলা রাশি–ভাগ্যের বিপন্নতা কাটিয়ে ধীরে ধীরে চলার পথ মসৃন হবে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে , জনসংযোগ মূলক কর্মে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে মনের মতো উন্নতি লাভে সক্ষম হবেন ও মান সম্মান বৃদ্ধি। আত্মসংযম, মানসিকশক্তি প্রবল থাকার জন্য যোগ প্রাণায়াম ইত্যাদি চর্চায় উন্নতি সাধন ও আধ্যাত্বিক পথে প্রশান্তি লাভের প্রচেষ্টা।
কন্যা রাশি–প্রচন্ড চঞ্চল মানসিকতার কারণে মনের সাধ অপূর্ণ থাকবে, ইচ্ছা পূর্তিতে বাধা।অল্প পরিশ্রমে অধিক অর্থ উপার্জনের নেশায় অবৈধ ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহ বৃদ্ধি, সতর্ক না হলে মান সম্মান হানি হতে পারে।বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের বিদেশ যাত্রায় সাফল্য পাবে ও উন্নতি লাভের সম্ভাবনা।
ধনু রাশি–বর্তমান সময় সাপেক্ষে সামাজিক পরিবর্তনে জন্মস্থান থেকে দূরে কোথাও চলে যাবার সিদ্ধান্ত নিতে পারেন। রাজকীয় চাল–চলন , অন্যায় পথে সুযোগ নেওয়া থেকে বিরত হোন, সামাজিক মান–যশ হানি,অপবাদের শিকার হতে পারেন। চোখের সমস্যা, মাথা যন্ত্রণা ,হূদযন্ত্রের কোনরকম গোলযোগ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি–বাড়িতে দীর্ঘকালীন কোন আত্মীয়ের উপস্থিতিতে বিরম্বনার শেষ থাকবে না।–ভাড়াটিয়া বা নিম্নবর্ণের কোন প্রেমজ সম্পর্কে জড়িয়ে মহিলা দ্বারা শত্রুতা ও মান সম্মান হানি।গবেষণামূলক কর্মে যুক্ত ব্যক্তিরা মৌলিক গবেষণায় বিশেষ সফলতা ও স্বীকৃতি লাভের সম্ভাবনা।
মকর রাশি–সহোদর ভাই বা প্রতিবেশীদের সাথে অযথা বিরোধে জড়াবেন না, অশান্তি ও শত্রুতার সৃষ্টি ।অতিরিক্ত গর্বিত অহংকারী ব্যক্তিত্বপূর্ণ পার্টনারের জন্য বিবাহিত জীবনে সুখের অভাব ঘটবে, প্রতিবন্ধকতার সৃষ্টি।কোন উচ্চপদস্থ ব্যক্তির সহিত লেনদেন হলে ব্যবসায় প্রবল আর্থিক ক্ষতির সম্ভাবনা।
কুম্ভ রাশি–পিতা–মাতার সহচর্য লাভে মানসিক প্রফুল্লতা ,পৈত্রিক সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। দর্শন ,রাজনীতি ,আইন ইত্যাদি নিয়ে পড়াশোনা করা বিদ্যার্থীরা শিক্ষা ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবে।নার্স ,ডাক্তার ,স্বাস্থ্য বিভাগ এর সাথে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রের অতিরিক্ত পরিশ্রম জনিত কারণে শারীরিক অসুস্থতা দেখা দেবে।
মীন রাশি–প্রেমজ সম্পর্কে একনিষ্ঠতা থাকলেও কোন মহিলার দ্বারা শত্রুতা ও আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। সন্তানের উন্নতি ও সাফল্যলাভে আপনি গর্বিত বোধ করবেন। অধ্যাপনা ,, ব্যাংক,কোন ধর্মীয় সংস্থার সাথে যুক্ত কাজ করলে শুভ হবে, তবে কর্ম ক্ষেত্রে গুপ্ত শত্রু থেকে সতর্ক থাকবেন।