মেষ রাশি বাড়ির কাছাকাছি জায়গা থেকে সন্তানের বিবাহের যোগাযোগ আসবে, তবে পাত্র-পাত্রীর সমস্ত তথ্যাদি তল্লাশি করে তবেই সিদ্ধান্ত নেবেন । বর্তমান পরিস্থিতিতে বাধাবিঘ্ন হলেও আপনার সিদ্ধান্ত শেষ কথা বলবে।সাহসী ও পরোপকারী মানসিকতার জন্য মহৎ কাজে নিজেকে সমর্পণ করবেন কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি হবে, বিচারক প্রশাসনিক কর্ম বিশেষভাবে শুভ হবে।উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি প্রাপ্তি, জীবনে অনেক অপূর্ণ আকাঙ্খার সমাপ্তি হতে পারে।
বৃষ রাশি-ধর্মের ব্যাপারে গভীর অনুরাগ জন্মাবে, যোগ প্রাণায়াম ধ্যান সংযম ইত্যাদি বিষয়গুলি আপনার জীবনের সাথে যোগসূত্র তৈরি করবে।মায়ের শারীরিক অসুস্থতা, বাড়ি সংস্কার জনিত কারণে অর্থের অপচয় মানসিকভাবে চাপে থাকবেন।কর্ম ক্ষেত্রে সতর্ক না হলে চক্রান্তকারী সহকর্মীদের দ্বারা মিথ্যা অপবাদে মান সম্মান হানি হতে পারে।
মিথুন রাশি-আপনার সন্তানের বিদ্যা শিক্ষায় যথেষ্ট আগ্রহ, কৌতুহলী মানসিকতা থাকবে। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষাকেন্দ্রের সাথে যোগাযোগ করুন।পারিবারিক মতামতে বিবাহ হবে,তবে বর্তমান পরিস্থিতিতে কিছুটা বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। নিজের ও সমাজের মঙ্গলার্থে আইনী পথ বেছে নিয়ে শ্রেয়। অর্থ রোজগারের জন্য বিশেষ যোগাযোগ বাড়বে। প্রকাশনা বিজ্ঞাপন সাংবাদিক এজেন্সি দালালি প্রভৃতির মাধ্যমে অর্থ উপার্জন হবে।
কর্কট রাশি-সন্তানসম্ভবা মহিলাদের সন্তান প্রাপ্তিতে বিলম্ব হবে , সন্তানের স্বাস্থ্য নিয়ে মানসিক চাপ উদ্বেগ অস্থিরতা থাকবে।ভাগ্য সুপ্রসন্ন থাকলে অন্যের সম্পত্তি লাভ হতে পারে, লটারি বা ফাটকায় ইত্যাদি থেকে বিনা প্রচেষ্টায় অর্থপ্রাপ্তি ঘটবে। কর্মক্ষেত্রে উপর ওয়ালার সাথে অযথা বাকবিতণ্ডায় যাবেন না, মিথ্যা অপবাদ জনিত কারণে কর্ম ছেদ পর্যন্ত হতে পারে।
সিংহ রাশি-সন্তানের শারীরিক অসুস্থতা ,সন্তানের নিঃসঙ্গ অবস্থা আপনার মনোকষ্টের কারণ হবে। সন্তানের সাথে মানসিক দূরত্ব বাড়তে পারে। বাড়ির কাছাকাছি বিবাহের সম্বন্ধ শুভ হবে না, আপাতত বিবাহ স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে। অংশীদারি ব্যবসায় শুভ হবে না ,জায়গা জমি সংক্রান্ত ব্যবসা করলে শুভ হবে,
কন্যা রাশি-ধর্মীয় ক্রিয়া-কলাপ ও পূজার অর্চনার মাধ্যম মাধ্যমে মানসিক তৃপ্তি। সন্তান প্রাপ্তিতে বাধাবিঘ্নে সম্মুখীন হবেন। পিতৃকুল থেকে কোন দুঃখ প্রাপ্তি আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। আর্থিকভাবে কাউকে সাহায্য করে উপকারের প্রতিদান পাবেন না।আপনার অনভিজ্ঞতা ও শ্রমিক অসন্তোষ, অংশীদারির চুক্তি ভঙ্গ করার কারণে ব্যবসাক্ষেত্রে শুভ হবে না,।
তুলা রাশি-মানসিক দৃঢ়তা, আত্মসংযমী মনোভাবে যোগ প্রাণায়াম প্রভৃতি চর্চার দ্বারা নিজের আধ্যাত্মিক চেতনা সিদ্ধিলাভ ও অবসর সময় কাটানোর উৎকৃষ্ট পন্থা।কর্মের জন্য প্রস্তুতি নিতে চাইলে বিভিন্ন ওয়েবসাইটে প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যোগাযোগ করুন, ভবিষ্যতে কাজে লাগবে। অভিজাত ও উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন প্রেমজয বিবাহ শুভ হবে,বিবাহিত জীবনের সফলতাও সৌভাগ্য লাভ ।
বৃশ্চিক রাশি- অর্থের ব্যাপারে কৃপণতার জন্য পরিবারের নিজের লোকের দ্বারা বিরাগভাজন হবেন’।বিদ্যার্থীরা কোন ভুয়া শিক্ষা সংস্থার দ্বারা আর্থিক ভাবে প্রতারিত হতে পারেন,অত্যন্ত সতর্কতার সাথে সবকিছু দেখে তবেই বিনিয়োগের সিদ্ধান্ত নিন। খাওয়া-দাওয়ার ব্যাপারে দেখেশুনে করুন ,তরল পানীয় জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ বিষক্রিয়া জনিত সমস্যায় পড়তে পারেন
ধনু রাশি-প্রতিবেশী অথবা ভাতৃ স্থানীয় কারো সাথে অযথা বাকবিতন্ডা জড়াবেন না, অতিরিক্ত রাগ সংবরণ না করতে পারলে অন্যের ক্ষতি সাধনে উদ্যোগী হতে পারেন। সন্তানের প্রেমজ বিবাহ শুভ হবে রুচিসম্পন্ন পার্টনার হবে, অভিযাত্রী সম্পন্ন প্রার্থনা লাভ হবে। বর্তমান পরিস্থিতিতে আইনি পথে বিবাহ কার্যসম্পাদন করুন কর্মস্থলে শত্রুতা তৈরি হবে, কর্মে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিশ্রম করতে হবে।তবে সমাজসেবামূলক কাজ, ওষুধ সংক্রান্ত কর্ম, সাংবাদিকতা, ফিজিওথেরাপি , শেয়ার, দালালি ইত্যাদি শুভ হবে
মকর রাশি-প্রতিবাদী মনোভাব ত্যাগ করুন,অপ্রিয় সত্যকথনের পরিবারের লোকের দ্বারা বিরাগভাজন হয়ে শত্রুতার সৃষ্টি। ভাবনা চিন্তা না করে অতিরিক্ত অর্থের খরচে অর্থ সংকটে পড়তে পারেন। তবে স্থাবর সম্পত্তি থেকে অর্থ প্রার্থী হতে পারে।কর্ম ক্ষেত্রে আপনার ভালো মানুষীর সুযোগ নিয়ে ঈর্ষাকাতর সহকর্মীদের দ্বারা ষড়যন্ত্রের শিকার মিথ্যা বদনামের ভাগিদার হবেন।
কুম্ভ রাশি-আপনার অহেতুক সন্দেহগ্রস্ত মানসিকতা ত্যাগ না করলে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কে শীতলতা আসবে। কর্মের জন্য নেটের মাধ্যমে প্রতিযোগিতামূলক ব্যাপারে কোন পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য লাভ করবেন। ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, অংশীদারদের সহযোগিতায় ব্যবসার পরিধি বিস্তার লাভ করবে। প্রচুর সংক্রান্ত ব্যবসা সবচেয়ে শুভ হবে।
মীন রাশি-গুরুজনদের অবুঝ কার্যকলাপে সংসারে অশান্তি দেখা দিতে পারে, গুরুজন কর্তৃক গুপ্ত শত্রুতা হবে। বিবাহিত জীবন মোটেই সুখকর নয়, দাম্পত্য কলহ চরমপর্যায়ে আপনার মানসিক স্থিতিশীলতা নষ্ট হবে।বহু ব্যয়ে প্রায় হাত শূন্য অবস্থা হবে । অর্থের জন্য আপনাকে পরিশ্রমের মাত্রা দ্বিগুণ করতে হবে।