মেষ রাশি-স্থানীয় এলাকায় কোনো অভিজাত ও রুচিশীল পরিবারের কারো সাথে প্রেমজ সম্পর্ক তৈরি হবে, পারিবারিক সম্মতি থাকবে ।শ্বশুরবাড়ির সূত্রে অর্থপ্রাপ্তি, বিবাহিত জীবনের সুখ-শান্তি ও শ্রীবৃদ্ধি। স্থায়ীকর্ম লাভের সম্ভাবনা আছে, শিক্ষক অধ্যাপক মেডিকেল প্রশাসনিক কর্ম শুভ হবে, কর্মরতদের কর্ম ক্ষেত্রে অমানুষিক পরিশ্রম জনিত কারণে হতাশা নৈরাশ্য বৃদ্ধি।
বৃষ রাশি-উচ্চশিক্ষা করতে ইচ্ছুক বিদ্যার্থীরা সফলতা পাবে এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় ঋণ প্রাপ্তির যোগ। সন্তানের কর্ম লাভের ক্ষেত্রে বিভিন্ন বাধাবিঘ্ন জন্য বিলম্বিত হবে কর্মরতদের কর্ম ক্ষেত্রে ষড়যন্ত্র শত্রুতার থেকে রেহাই পেতে সতর্ক থাকুন। গুরু বল ভালো থাকার জন্য বড় বিপদ থেকে রক্ষা পাবেন, দীক্ষা গ্রহণে সদগুরু লাভ।
মিথুন রাশি-অতি চঞ্চলতা বৃদ্ধির কারণে আত্মবিশ্বাসের অভাব ঘটবে, স্থির সিদ্ধান্ত হীনতায় ভুগতে পারেন ।কোনরকম বিবাহের যোগাযোগ শুভ হবে না, প্রতারণার শিকার থেকে বাঁচতে দেখাশোনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিন। ব্যবসা ক্ষেত্রে ভুল বিনিয়োগে অর্থ-হানি ও ঋণের পরিমাণ বৃদ্ধি হবে, অংশীদারি ব্যবসায় অংশীদারদের সাথে সম্পর্ক ছেদ।
কর্কট রাশি-বিদ্যার্থীরা কর্ম লাভের জন্য প্রফেশনাল কোর্স করলে সফলতার মুখ দেখতে পাবেন। বর্তমানের কঠিন পরিস্থিতিতে শুভাকাঙ্ক্ষী কোন বন্ধুর সহায়তা লাভে আপনি উপকৃত ও বিপদ মুক্ত হবেন। আপনার বিচক্ষণতা, ধৈর্য পরিচালনায় ব্যবসাক্ষেত্রে ব্যবসার পরিমাণ বৃদ্ধি পাবে ও আর্থিক শ্রীবৃদ্ধি হবে।
সিংহ রাশি-সন্তানের বেয়াড়াপনা অস্বাভাবিক আচরণ, ইত্যাদিতে মানসিক চাপ বৃদ্ধি ও সন্তানের সাথে মতানৈক্যের ফলে সম্পর্কের অবনতি । পরিবারের প্রবীণ ব্যক্তিরা দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুচিকিৎসায় আরোগ্য লাভ করবেন। দায়িত্বপূর্ণ পদে লিপ্ত থাকা কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ও মর্যাদা লাভ করবেন।
কন্যা রাশি-পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে না, মতানৈক্যে সম্পর্কের অবনতি, অশান্তির বাতাবরণ। পরিবারে মা বাবা মাতৃস্থানীয়া প্রবীণ ব্যক্তির শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হোন । অনলাইনে অভিজাত শিক্ষাকেন্দ্রে ভর্তি করিয়ে দেবার নাম করে প্রতারণার শিকার হওয়া থেকে সতর্ক থাকুন।
তুলা রাশি-স্থাবর সম্পত্তি কেনাবেচা সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে, প্রতারিত হতে পারেন। বিদ্যার্থীদের মনোসংযোগের অভাব ঘটবে ,যথাযথ বিদ্যালাভে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। প্রতিকূল পরিস্থিতিতেও অর্থের জন্য কোন কিছুই আটকাবে না, সৌভাগ্যের দাক্ষিণ্য আপনি পাবেন।
বৃশ্চিক রাশি-বিদ্যার্থীরা যেকোনো যোগাযোগের মাধ্যমে শিক্ষালাভ করলে শুভ হবে। বনেদি মর্যাদাপূর্ণ বংশে বিবাহের জন্য যোগাযোগ হবে বিবাহ বিষয়ক কথাবার্তা কার্যকরী হলে সেটা আপনার জন্য অনুকূল হবে। লটারি শেয়ার, ইত্যাদি ফাটকা মূলক বিষয় থেকে লাভবান হতে পারেন।
ধনু রাশি-অতিরিক্ত গোপনীয় স্বভাবের জন্য হীনমন্যতায় ভুগবেন ,হঠকারিতায় ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। সৎপথে অর্থ উপার্জন ও সঞ্চয় করার মানসিকতার জন্য ভাগ্যদেবী সদা সুপ্রসন্ন থাকবে আপনার প্রতি। একাগ্রতা ও বহুমুখী প্রতিভা থাকলেও মন সংযোগের অভাবে শুভ সুযোগ হাতছাড়া হতে পারে।
মকর রাশি – অবৈধ মেলামেশা গোপন প্রণয় ইত্যাদি নানা কারণে মানসিক অস্থিরতা তৈরি হবে। অন্যের প্ররোচনামূলক ফাঁদে পা দেবেন না, নিজের বুদ্ধিতে চললে কর্মস্থলে সহকর্মীদের নানা শত্রুতার হাত থেকে রক্ষা পাবেন । স্টমাক লিভার প্যানক্রিয়াস ইত্যাদি নানা রোগ দেখা দেবে এমনকি অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে
কুম্ভ রাশি-হঠকারী স্বেচ্ছাচারী মনোভাব পরিহার করুন আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অতিরিক্ত মানসিক বিক্ষিপ্ত তার কারণে শারীরিক নানা সমস্যা দেখা দেবে, চোট-আঘাত, প্রদাহজনিত, পেটের পীড়া, সর্দি কাশি ইত্যাদি নানা রোগে ভুগতে পারেন। জীবনের কিছু অপ্রীতিকর ঘটনা একাকীত্ব নিঃসঙ্গতা বাড়িয়ে তুলবে, মোক্ষলাভে মানসিক শান্তি।
মীন রাশি-মায়ের স্বাস্থ্য নিয়ে প্রবলভাবে বিড়ম্বিত থাকবেন, ভূ সম্পত্তি সংক্রান্ত নানা সমস্যায় শান্তির অভাব, গৃহ পরিবর্তন করার সিদ্ধান্ত। ব্যয় ভাব প্রবলভাবে থাকলেও আর্থিকভাবে ভাগ্যের সহায়তা ঠিকই পেয়ে যাবেন। স্কিনের নানারূপ সমস্যা দৃষ্টিশক্তি সমস্যা, মহিলাদের গাইনি সমস্যায় ইত্যাদি রোগের প্রকোপ দেখা দেবে।