মেষ রাশি–প্রচন্ড চঞ্চল মানসিকতার কারণে বিদ্যার্থীদের শিক্ষা ক্ষেত্রে সাময়িক ছেদ ও নানা রকম প্রতিবন্ধকতা দেখা দেবে। জীবনের বিবিধ পরিবর্তনে ত্যাগ মূলক মানসিকতা ,মোক্ষ লাভের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি।শিক্ষা সংক্রান্ত বিষয়ে, সৌখিনদ্রব্য ,কম্পিউটার সংক্রান্ত ইত্যাদি কর্মের মাধ্যমে অর্থাগম হবে।
বৃষ রাশি–অতিরিক্ত সন্দেহ বাতিকগ্রস্ত মানসিকতা ও উগ্র কথাবার্তায় পরিবারের লোকের দ্বারা ভুল-বোঝাবুঝির সম্ভাবনা।স্থানীয় এলাকা থেকে প্রেমজ যোগাযোগ বৃদ্ধি হলেও শুভ হবে না ,প্রেমে মান সম্মান হানির সম্ভাবনা। হঠাৎ যেকোন উপায়ে লাভবান হওয়ার আশায় অবৈধ অন্যায় পথে , ফটকা মূলক অর্থ রোজগারের প্রবণতা বৃদ্ধি হবে।
মিথুন রাশি–ভাড়া সংক্রান্ত বিষয়ে অর্থ নিয়ে কোনো ব্যক্তির সাথে গন্ডগোল হওয়া থেকে সতর্ক থাকুন ।প্রেমের ব্যাপারে যত্নবান হন, সঠিক পরিচর্যা করুন আপনার উদাসীনতার কারণে প্রেমে বিচ্ছেদ বা অশান্তি হতে পারে। এক বা একাধিক উপায়ে উপার্জন এর ফলে অর্থাগম হবে, সাংবাদিকতা সেলসম্যান জমিজমাসংক্রান্ত ইত্যাদি বিশেষ শুভ হবে
কর্কট রাশি*-অতিথিবৎসল ও সহানুভূতিশীল সম্পন্ন মানুষ আপনি, ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি ও পুজো অর্চনা দ্বারা মানসিক শান্তির লাভের চেষ্টা। সন্তানের উচ্চশিক্ষায় সফলতার কারণে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। অধ্যাপক ও রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা সাংগঠনিক ও নেতৃত্ব সুলভ মানসিকতার জন্য কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে।
কন্যা রাশি–প্রেমে উৎসাহের অভাব, দীর্ঘকালীন কোন একনিষ্ঠ সম্পর্ক থাকবে, গতানুগতিক ভালোবাসা মনের টান হারিয়ে ফেলতে পারেন।স্কিনের ,হাড় ও কিডনি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, পরে ভোগান্তির শেষ থাকবে না। কর্মসূত্রে বাধার মধ্য বিদেশ ভ্রমণ হবার সম্ভাবনা।
সিংহ রাশি– বর্তমান অচলাবস্থার মধ্যেও ভ্রাতা ভগিনীর কাজের ব্যাপারে সুসংবাদ পেতে পারেন । পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, তৃতীয় ব্যক্তি কে ঘিরে দাম্পত্য জীবনের সুসম্পর্কের বাঁধন আলগা হতে পারে। বিনোদনমূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা কর্ম ক্ষেত্রে নানা ঝামেলা ঝঞ্ঝাট এর সম্মুখীন হতে পারেন।
তুলা রাশি–অতিরিক্ত চঞ্চল মানসিকতার জন্যএকই সাথে বিপরীত ও পরস্পর বিরোধী মতামত পোষণ করবেন । মহিলাদের থেকে শত যোজন দূরে থাকুন যেকোনো সময় শত্রুতা ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষতির সম্ভাবনা। আইন রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত থাকলে শুভ সংযোগ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি–বিমা দ্বারা লাভবান হতে পারেন, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কোন বিদেশী ব্যক্তি সহিত প্রেমের যোগাযোগ হতে পারে, তবে আপনার জন্য মঙ্গলজনক হবে না। পার্টনারের শারীরিক অসুস্থতা থাকবে, দীর্ঘদিন পর পারস্পরিক পুনঃ মিলন হওয়ার সম্ভাবনা
মকর রাশি–ভ্রাতা ভগিনীদের সাথে সুসম্পর্কের বৃদ্ধি ও তাদের সহায়তায় উন্নতি লাভ। সন্তানের বিবাহ বন্ধনে আবদ্ধ হবার মতো পরিস্থিতি তৈরী হতে পারে, তবে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে।ব্যবসা ক্ষেত্রে খরিদ্দার দের সাথে সুসম্পর্কের বৃদ্ধিতে ব্যবসার প্রসার লাভ ও যোগাযোগের নানা পথ খুলে যাবে, ।
মীন রাশি*বিদ্যা ক্ষেত্রে আগ্রহ থাকলেও বর্তমানে নানা অসুবিধা দেখা দেবে তবে মেডিকেল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ইত্যাদি বিদ্যা বিশেষ শুভ হবে।সন্তানের বিবাহিত জীবনের নানা প্রতিবন্ধকতার কারণে মানসিক অস্থিরতা নৈরাশ্য বৃদ্ধি।শেয়ারে জমি বাড়ি ক্রয় করার সিদ্ধান্ত নেবেন না, আর্থিক প্রতারিত হতে পারেন।
ধনু রাশি–বাড়ি ,গাড়ি, ফার্নিচার এর পেছনে অযথা ব্যয় হওয়ার সম্ভাবনা।নতুন ব্যবসার পরিকল্পনা করার সিদ্ধান্ত নিলে শুভ ফল পেতে পারেন।সরকারি চাকরিরতরা কোন দায়িত্বপূর্ণ পদে আসীন থাকলে কর্ম ক্ষেত্রে অতি সচেতনভাবে কর্ম পরিচালনা করুন, মান সম্মান হানির সম্ভাবনা।
কুম্ভ রাশি–বিদ্যার্থীদের মনঃসংযোগের অভাব ও সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, ধৈর্য সহকারে লেগে থাকুন, ভবিষ্যতে কাজে লাগবে। পরিবর্তন প্রিয় মানসিকতার জন্য দ্বিধাদ্বন্দ্বে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে মান সম্মান হানি। প্রশাসনিক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কর্ম ক্ষেত্রে বিরূপ প্রতিকূলতাময় পরিস্থিতির জন্য অপযশ, অপদস্থ হওয়ার সম্ভাবনা।