মেষ রাশি-গৃহ পরিবেশে সুখ শান্তির বাতাবরণ,মায়ের সুস্বাস্থ্য ও মাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে ,ধীরে ধীরে ব্যবসার বিস্তার লাভের স্বস্তি বোধ করবেন, ওষুধ খাদ্যদ্রব্য কেমিক্যাল মেডিকেল সংক্রান্ত ব্যবসা শুভ হবে। আভ্যন্তরীণ অনুভূতি শক্তি বৃদ্ধি, উচ্চ মানসিকতা ও আধ্যাত্মিক চেতনার বিকাশ, সদ গুরু লাভ।
বৃষ রাশি-ভাগ্যের সহায়তা লাভ করবেন, গুপ্ত উপায়ে অপ্রত্যাশিত অর্থ ও সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা, । কর্মরতদের কর্মস্থল পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, স্থানীয় এলাকায় একাধিক কর্ম প্রাপ্তির সম্ভাবনা, তবে সেটা বেশিদিন স্থায়ী হবে না । আধ্যাত্মিক চর্চা ও গুপ্তবিদ্যায় রতদের ব্যক্তিগত দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধি পাবে।
মিথুন রাশি-গুরু স্থানীয় বা পিতার সাথে মতপার্থক্য হয়ে সম্পর্কের অবনতি, বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানসিকতা তৈরি হতে পারে । শেয়ার মার্কেট বা বিমার দ্বারা লাভবান হতে পারেন, তবে নতুন করে বিনিয়োগ করবেন না । আপনার সন্তান বিনোদনমূলক ব্যাপারে যুক্ত থাকলে সৃজনশীল প্রতিভার কারণে জনপ্রিয়তা গ্রহণ যোগ্যতা লাভ করতে পারে।
কর্কট রাশি-আর্থিক স্বচ্ছলতা থাকবে ,তবে পর্যাপ্ত অর্থ প্রাপ্তিতে বাধা , প্রবীণ ব্যক্তিদের পেনশনের টাকা আটকে থাকতে পারে। সন্তানের বেপরোয়া মনোভাব আপনার মাথা ব্যাথার কারণ হবে।হঠাৎ করে শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেবে ,অগ্নি জনিত দুর্ঘটনা বা শরীরের অস্ত্রপ্রচার হোওয়া থেকে সতর্ক থাকুন।
সিংহ রাশি-সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আত্মীয় বিরোধ তুঙ্গে উঠবে, আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মতানৈক্যের কারণে সম্পর্ক নষ্ট, মহিলার দ্বারা শত্রুতা ও প্রতারিত হবার সম্ভাবনা।বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে কর্মক্ষেত্র উন্নতি ও সুনাম বৃদ্ধি হবে।
কন্যা রাশি-মাতুল বংশে সাথে সম্পর্কের অবনতি ঘটবে, সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ষড়যন্ত্রের জন্য আইনি সমস্যা দেখা দেবে।সন্তানের কর্মক্ষেত্রে অস্থিরতা অনিশ্চয়তা তৈরি হবে, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করতে বলুন। অন্যথায় কর্মহানির সম্ভাবনা। স্থায়ী কর্মে উন্নতি ও যে কোন প্রতিযোগিতামূলক ব্যাপারে সফলতা লাভ।
তুলা রাশি – স্বামী-স্ত্রীর সম্পর্কের পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতা থাকায় দাম্পত্য সুখ লাভ।সরকারি উচ্চপদস্থ কর্মীরা কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত জনিত কারণে জনসমাজে অপযশ ক্ষুন্ন হবার সম্ভাবনা। পরিবারের বয়স্ক প্রবীণ ব্যক্তিরা হার্টের সমস্যায় ভুগতে পারেন, ডাক্তারের পরামর্শে আগাম সর্তকতামুলক ব্যবস্থা নিন।
বৃশ্চিক রাশি-সন্তানের প্রচন্ড চঞ্চল মানসিকতার জন্য বিদ্যায় নানা বাধা থাকবে, তবে সন্তানের শারীরিক সুস্থতা মানসিক স্বস্তি বোধ করবেন। পরিবারের নানা পারিপার্শ্বিক প্রতিকুলতার জন্য বাড়ি থেকে চলে গিয়ে বিবাহ করার সিদ্ধান্ত নিতে পারেন। বর্তমান কঠিন পরিস্থিতিতে ব্যবসার গতি ক্রমশ নিম্নগামী হবে, প্রায় বন্ধ অবস্থা।
ধনু রাশি-গৃহ বাড়ি সম্পত্তিগত সংক্রান্ত দীর্ঘ দিনের পুরনো মামলায় জয়লাভের সম্ভাবনা। ভ্রাতা ভগিনির কোন রকম বিপদ,শারীরিক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে সফলতার কারণে শত্রুতা বৃদ্ধি হলেও বিচক্ষণতার কারণে শত্রুদের সমস্ত রকম অভিসন্ধি ব্যর্থ হবে। ।
মকর রাশি-শ্বশুরবাড়ির সূত্রে আর্থিক সাহায্য পাবেন, অর্থের ব্যাপারে যাবতীয় শুভ হলেও সঞ্চয় বাধা হবে ।সন্তানের কর্মস্থলে নানা পরিবর্তন হতে পারে ,বিচারক, প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তির সাথে যুক্ত ব্যক্তিদের, সুনাম ও সমৃদ্ধিলাভ। নানা বাধা বিপত্তি কাটিয়ে ব্যবসার সামান্য অগ্রগতি হবে, নতুন করে বিনিয়োগ করবেন না।
কুম্ভ রাশি-গৃহে সুন্দর ছিমছাম সাজানো মনোরম শান্তির পরিবেশ, মাতৃ সহচর্য লাভ।নিকটবর্তী এলাকায় থেকে বিবাহের যোগাযোগ শুভ হবে, বিবাহিতদের পার্টনারের সাথে সুন্দর রোমান্টিক সম্পর্ক থাকবে।সাহসি ও পরাক্রমী মানসিকতা ,উপস্থিত বুদ্ধি কে কাজে লাগিয়ে কর্ম ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি জনপ্রিয়তা লাভ।
মীন রাশি-আপনার সরলতার সুযোগ নিয়ে কোনো অকৃতজ্ঞ বন্ধু দ্বারা প্রতারিত হতে পারেন। সন্তানের কর্মস্থলে নানা বাধা, উর্দ্ধতন কর্তৃপক্ষের শত্রুতা ,কর্ম ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দেখা দেবে।অনাথ আশ্রম, দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, আর্থিকভাবে সাহায্য করে মানসিক প্রশান্তি লাভের প্রচেষ্টা।