মেষ রাশি–সম্পত্তি বিক্রয় করার সিদ্ধান্ত শুভ হবে , জন্মস্থান থেকে দূরে কোথাও চলে যাবার সিদ্ধান্ত নিতে পারেন। সন্তানের শারীরিক অসুস্থতা , চোট-আঘাত জনিত দুর্ঘটনা আপনাকে মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকবেন।কর্মক্ষেত্রে সংযম, ধৈর্য্য, পরিশ্রমের মধ্য দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবেন।
মিথুন রাশি–আপনার সন্তান আইন অর্থনীতি ইত্যাদি নিয়ে উচ্চশিক্ষা করলে সফলতা লাভ হবে । পার্টনারের শারীরিক সমস্যা থাকবে,আপনার বুদ্ধিমত্তা ও কৌশলী মানসিকতায় দাম্পত্য জীবনের সামান্য প্রতিবন্ধকতা কে জয় করে নিতে পারবেন। কর্মস্থলে শত্রুতাপূর্ণ পরিবেশ ও ঊর্ধ্বতন কর্মচারীর হস্তক্ষেপে উন্নতিতে বাধার সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি–সহোদর ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি, জীবনে উন্নতি লাভ করতে তাদের দ্বারা বিশেষ উপকৃত হবেন। খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিদের বিশেষ সুযোগ লাভ, বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনরূপ যোগাযোগ বৃদ্ধি ও আলাপ-আলোচনা ক্ষেত্রে অংশীদারের সাথে সিদ্ধান্ত নিলে সফলতা পাবেন।
কর্কট রাশি–বহুব্যয়ে আর্থিক সঙ্কটে পড়তে পারেন,তবে হাসপাতাল অনাথাশ্রম ইত্যাদি থেকে অর্থ আগমনের জন্য বিশেষ অসুবিধা হবে না। শিল্প সংক্রান্ত বিষয়ে কোন বিদেশী ব্যক্তি অথবা আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি। বেসরকারি কর্মে যুক্ত ব্যক্তিরা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, ভুল কোন পদক্ষেপ নেয়া থেকে সতর্ক থাকুন।
কন্যা রাশি–বাড়ির কাছাকাছি এলাকা থেকে বিবাহের যোগাযোগ আসবে তবে ফলপ্রসূ হতে নানা বাধা বিঘ্নের সৃষ্টি।শারীরিক নানা প্রতিবন্ধকতার সন্তান প্রাপ্তিতে বাধা ,সন্তানের শারীরিক অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা হতাশা বৃদ্ধি। অস্থায়ী কর্ম লাভের সম্ভাবনা, কর্মরতদের কর্মস্থল পরিবর্তন ও কর্মের জন্য দূরবর্তী অঞ্চলে যেতে হতে পারে।
সিংহ রাশি– মাতৃ সুখলাভে বঞ্চিত হবেন,আকস্মিক-মাতার শত্রুবৎ আচরণে হতবাক হতে পারেন।অপ্রত্যাশিত ঘটনায় আশা ভঙ্গ ও নৈরাশ্য হতাশা আপনাকে গ্রাস করতে পারে । বর্তমান পরিস্থিতির কারণে ব্যবসাক্ষেত্রে প্রতিদ্বন্দিতা বৃদ্ধি, ও ব্যবসার অগ্রগতিতে নানারকম ঝঞ্ঝাট বাধার সম্মুখীন হবেন।
বৃশ্চিক রাশি–জোরজবস্তি মূলক প্রেমে ছোটখাটো বিষয় নিয়ে প্রেমে অশান্তি বা প্রেমে প্রতারিত হতে পারেন। ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি, দৈব আনুকূল্য লাভ পূজা অর্চনার মাধ্যমে মানসিক শান্তি খোঁজার প্রচেষ্টা। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের বিশেষ শুভ ফললাভ হতে পারে।
ধনু রাশি–পারিবারিক অশান্তি ঝামেলা ঝঞ্ঝাটের কারণে বিদ্যার্থীদের শিক্ষায় নানা বাধা বিঘ্নের সম্মুখিন হবে, সাময়িক বিদ্যায় ছেদ হবার সম্ভাবনা। কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূলে থাকবে না, উর্দ্ধতন কর্মকর্তার দ্বারা হেনস্তা অপমানের শিকার হতে পারেন। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা সিদ্ধান্তহীনতায় ভুগবেন ,নানা আশঙ্কা ও উদ্বিগ্নতা বৃদ্ধি।
তুলা রাশি– মনসংযোগ ধৈর্যশীল একাগ্রচিত্ত মানসিকতার জন্য বিদ্যার্থীদের শিক্ষা ক্ষেত্রে বিশেষ শুভ ও সাফল্য লাভ।প্রতিযোগিতামূলক মানসিকতার জন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে শত্রুতা এমনকি আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। বর্ষিয়ান ব্যক্তিদের কিডনি, ডায়াবেটিক প্রোস্টেট গ্ল্যান্ড ইত্যাদি নানা সমস্যায় ভোগান্তির শেষ থাকবে না
কুম্ভ রাশি–অর্থাগমের পথ প্রশস্ত হলেও অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয় করতে পারবেন না। প্রচন্ড চঞ্চল মানসিকতার জন্য সিদ্ধান্তহীনতায় ভুগবেন,নানা রকম প্রতিবন্ধকতা মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন,।ব্যবসা ক্ষেত্রে বিরূপ পরিস্থিতির সৃষ্টি,অংশীদার থাকলে মতানৈক্যে ও জটিলতা, আর্থিক ক্ষতির সম্ভাবনা।
মীন রাশি–বিশ্বস্ত ও নির্ভরযোগ্য পথপ্রদর্শক হিসেবে কোন বন্ধুর অনুগ্রহ লাভ। অর্থাগমের পথ প্রশস্ত থাকবে, নাচ গান আবৃত্তি সংবাদপত্রের পাঠক অভিনয় ইত্যাদি বিনোদনমূলক বিষয় থেকে অর্থ লাভ।গৃহ পরিবেশ সুন্দর ও মনোরম থাকার কারণে সন্তানের সাধারণ বিদ্যা শিক্ষায় সাফল্য লাভ।
মকর রাশি–ইন্টারনেট , আত্মীয় স্বজন ,বাড়ির কাছাকাছি জায়গা থেকে বিবাহের যোগাযোগ বৃদ্ধি ও কথাবার্তা ফলপ্রসূ হতে পারে। আপনার সন্তান প্রশাসনিক ,আইন ইত্যাদি কর্মের সাথে যুক্ত থাকলে বিশেষ সফলতা পাবে । জনসাধারণ সম্পর্কিত কর্ম, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা সুব্যবহার ও সাংগঠনিক ক্ষমতায় জনসংযোগ বৃদ্ধি ও জনপ্রিয়তা লাভ হবে।