মেষ রাশি– নিযম,শৃংখল পরায়ন মানসিকতা, বংশমর্যাদা বোধ প্রবল থাকার জন্য সমাজে গন্যমান্য হিসাবে পরিচিত পাবেন। বিদ্যার্থীরা শিক্ষা ক্ষেত্রে শুভ ফল পাবে, আইন ,বিজ্ঞান বিভাগ ,ওষুধ সংক্রান্ত বা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা চালিয়ে যান, ভবিষ্যতে সুফল পাবেন। হওয়া কাজ না হওয়া, কর্ম প্রাপ্তিতে বিলম্ব ঘটায় মানসিক দুশ্চিন্তা ও উদ্বেগ বৃদ্ধি।
বৃষ রাশি–অল্প পরিশ্রমে অধিক আয় উপার্জন চেষ্টায় কোন ভুল সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন। ভাগ্য সুপ্রসন্ন থাকলে গুপ্ত উপায় অর্থলাভ, অপ্রত্যাশিত ভাবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কর্ম সংক্রান্ত যোগাযোগ বৃদ্ধি পাবে, সাংবাদিকতা,সাহসিকতা মূলক কর্মরত ব্যক্তিদের বিশেষ শুভ হবে।
মিথুন রাশি–সখ শৌখিনতা প্রিয়,শিল্পীসুলভ মানসিকতা ,সন্তানের সাথে সু–সম্পর্কে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। জীবনের অপরিপূর্ণতা, বঞ্চিত হয়ে অসহায় অবস্থায় পড়ে ভুল সিদ্ধান্ত নেয়ার মানসিকতা চলে আসবে। কর্ম প্রাপ্তির সম্ভাবনা, কর্মরতদের কর্মস্থলের পরিবেশ অনুকূল থাকবে না, সহকর্মীদের শত্রুতার সম্মুখীন হবেন।
কর্কট রাশি– সম্পত্তি সংক্রান্ত নানা ঝামেলায় পড়ার সম্ভাবনা, ক্ষয়ক্ষতির কারণে বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন।শত্রুরা যতই আপনাকে বিপদে ফেলার চেষ্টা করুক না কেন, ঈশ্বরের কৃপায় সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা পাবেন।বিনোদনমূলক, লেখালেখি সংক্রান্ত কাজ কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের দূর থেকে যোগাযোগ বৃদ্ধি পাবে।
সিংহ রাশি–মনে হতে পারে ভাগ্য সাথে নেই,আপনার অসীম মনোবল আপনাকে জীবন পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।পরিবারের চিকিৎসা সংক্রান্ত ও ব্যক্তিগত কারণে বহু অর্থ ব্যয়ে প্রায় হাত শূন্য অবস্থা। প্রশাসনিক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রের জটিল পরিস্থিতির শিকার হতে পারেন, সতর্ক থাকুন।
তুলা রাশি–প্রতিবেশীদের সাথে অযথা বীরত্ব দেখাতে গিয়ে ঝামেলায় জড়িয়ে বিপদে পড়তে পারেন। পিএইচডি বিগবেষণা মূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের আগ্রাসন মানসিকতার জন্য সফলতা অর্জন করতে পারবেন। পিতার সাথে ঝামেলা হয়ে সম্পর্কের অবনতি, পিতার শারীরিক দূর্ভোগে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন।
কন্যা রাশি–নিজের ব্যাপারে ভাগ্যের আনুকূল্য লাভে জীবনের অগ্রগতির সম্ভাবনা। কর্মরত সন্তান কর্ম ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি ও সহকর্মীদের দ্বারা হয়রানি হতে পারে।।প্রবীণ ব্যক্তিরা দীর্ঘদিন অসুস্থ থাকার পরে রোগমুক্তি ও সুচিকিৎসায় আরোগ্য লাভে স্বস্তি বোধ করবেন।
ধনু রাশি–বিবাহিত জীবনে অবৈধ, একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে দাম্পত্য অশান্তি, পার্টনার দ্বারা প্রতারিত হতে পারেন। খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা নানা বাধা বিঘ্ন, প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। লিভার ,স্টমাক প্যানক্রিয়াস প্রভৃতি শারীরিক অসুস্থতা দেখা দেবে, অস্ত্রোপচারের সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি–বাড়িতে কোন আত্মীয়ের আগমনে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, বিরম্বনার শেষ থাকবে না। সন্তান বিনোদনমূলক কর্মের সাথে যুক্ত থাকলে বিশেষ সফলতা অর্জন করতে পারবে। ভাগ্য সহায় থাকলে ফাটকা মুলক বিষয় থেকে হঠাৎ করেই লাভবান হতে পারেন।
কুম্ভ রাশি– সম্পত্তি ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নিলে অবশ্যই সতর্ক থাকুন, প্রতারিত হতে পারেন। সন্দেহ বাতিকগ্রস্ত মানসিকতার কারণে অপরকে অহেতুক সন্দেহ করে প্রেমজ সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পাবে। , আইন ,প্রশাসন ,পুলিশ নিযুক্ত ব্যক্তিরা কর্ম ক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তিতে বিলম্ব ঘটায় মানসিক অবসাদ বাড়বে।
মকর রাশি–ইগো জনিত সমস্যা, বা পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে দাম্পত্য জীবনের সুখের অভাব ঘটবে। চলচ্চিত্র, বিনোদনমূলক কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। মহিলাদের নানা রকমের গাইনি সমস্যা, কিডনি ও হরমোন সংক্রান্ত সমস্যায় বিব্রত থাকবেন।
মীন রাশি–সন্তানের কর্ম শুভ হবে ,সেবামূলক কাজ ,রাজনীতি ইত্যাদিতে কর্মরত থাকলে সম্মানজনক পদ লিপ্ত হবে, জনপ্রিয়তা অর্জন করবে।নাচ গান অভিনয় ইত্যাদি সমস্ত রকম বিনোদনমূলক বিষয় থেকে অর্থাগম হবে। সন্তানের থেকে আর্থিকভাবে সাহায্য পেয়ে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি।