মেষ রাশি-অন্যের দুঃখে কাতর হবেন, পরোপকারী মনোভাবে অন্যকে সাহায্য করে বিপদে পড়তে পারেন। আইন ,শাসন বিভাগ, রাজনীতি ইত্যাদি সাহসিকতাপূর্ণ কর্মের সাথে যুক্ত থাকলে নিজস্ব প্রচেষ্টায় সফলতা ও সৌভাগ্য লাভ। সন্তানের কর্ম লাভের শুভ যোগাযোগের সম্ভাবনা। কর্মরত সন্তানের কর্ম জীবনে প্রতিষ্ঠা প্রাপ্তি ও মান সম্মান বৃদ্ধি।
বৃষ রাশি-সম্মান পেতে হলে অন্যকে সম্মান দিন। কথার খেলাপ করায় বিপত্তিতে পড়তে পারেন।আপনার সন্তান কর্ম ক্ষেত্রে কোন অসৎ, অন্ধকার জগতের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারে ,সতর্ক থাকুন। বেকারি, চিকিৎসার সরঞ্জাম সংক্রান্ত ব্যবসা, খাদ্যদ্রব্য,জমিজমা ইত্যাদি ব্যবসা শুভ হবে।
মিথুন রাশি-অচেনা কোন ব্যক্তির সাথে যোগাযোগ হবে ও আপনার জীবনে উন্নতি সহায়ক ভূমিকা নেবে। প্রেমের সম্পর্কের প্রস্তাব থেকে শত যোজন দূরে থাকুন ,প্রতারিত হয়ে সামাজিক মান সম্মান হানি ,ব্যবসায় ক্ষেত্রে অংশীদারির সাথে ব্যবসায়িক সমস্ত রকম সম্পর্ক ছেদ হবে, বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই লগ্নি করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
কর্কট রাশি-অলসতা স্বার্থপর মনোভাব তৈরি হবে ,অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনায় সাংসার সুখের অভাব ঘটবে। সন্তানের বিদ্যাশিক্ষা বাধাবিঘ্ন হলেও চাকরি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করলে সুফল মিলবে। দুর্দিনেও শুভাকাঙ্খী বন্ধুর সহায়তা লাভে আপনার জীবনের আশা-আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ হবে।
সিংহ রাশি-সন্তান প্রাপ্তিতে অতি বিলম্বতার কারণে আপনার মানসিক হতাশা বৃদ্ধি পাবে। বুদ্ধি যুক্ত কর্মে অর্থ উপার্জন করবেন, হিসাবরক্ষক সংবাদপত্রের কর্ম ও সাংবাদিকতা ,রাজনৈতিক ইত্যাদি পেশায় সফলতা পাবেন ।আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়বে, পূজা-অর্চনা ইত্যাদি নানা ধর্মীয় কাজে যুক্ত থেকে আত্মিক শান্তি লাভের প্রচেষ্টা।
কন্যা রাশি-বাড়িতে ভাড়াটিয়া থাকলে ভাড়া সংক্রান্ত ব্যাপারে জড়াবেন না, শত্রুতা সৃষ্টিতে হয়রানির শিকার হবেন। বিদ্যার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে, তবে এই মুহূর্তে স্বপ্নপূরণে বিলম্ব ঘটবে।বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন ,আপনার ভাল মানুষীর সুযোগ নিয়ে ক্ষতিসাধন করতেও পিছপা হবে না।
ধনু রাশি-আপনার সন্তান বাড়ির কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির সুযোগ মিলতে পারে। একাধিক ব্যাবসার সাথে যুক্ত থাকতে পারেন, ব্যবসা ক্ষেত্রে বকেয়া অর্থ আদায় করতে ঝামেলায় পড়বেন। স্থায়ী কর্ম লাভের যোগাযোগ আসতে পারে, কর্ম ক্ষেত্রে প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতা থেকে সতর্ক থাকুন।
তুলা রাশি-যোগ্যতা থাকলেও সঠিক মর্যাদার মূল্যায়ন হবে না, মানসিক হতাশা গ্রাস করবে। গুরুজন কর্তৃক গুপ্ত শত্রুতা, পিতৃকুল থেকে কোন প্রকার দুঃখ প্রাপ্তি, অমানবিক ব্যবহারে কষ্ট বাড়বে।বাড়ির কাছাকাছি স্থান থেকে শিক্ষামূলক কোন কর্মের যোগাযোগ আসার সম্ভাবনা।
বৃশ্চিক রাশি -কর্মস্থলে অধস্তন কর্মচারীদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে, কর্মস্থল পরিবর্তন হওয়ার সম্ভাবনা।স্থাবর সম্পত্তি নিয়ে আইনত কোন গোলযোগে অযথা হয়রানি হবেন। গৃহে অগ্নিজনিত কোন দুর্ঘটনা থেকে সর্তকতা অবলম্বন করুন। জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে যোগাযোগ ও তাদের সাহচর্য লাভে আপনার চরিত্রের উৎকর্ষতা বৃদ্ধি পাবে।
মকর রাশি-বাহন, সম্পত্তি সংক্রান্ত আয় হবে, তবে বেহিসেবি খরচের লাগাম না দিলে অর্থ সংকট দেখা দিতে পারে ।সন্তানের শারীরিক জটিলতার কারণে মানসিক দুশ্চিন্তার শেষ থাকবে না । ফাটকা মুলক বিষয় থেকে অর্থ প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা।
কুম্ভ রাশি-সন্তানের বিদ্যা শিক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকবেন, বুদ্ধিমত্তা থাকলেও অতিচঞ্চলতার কারণে বিদ্যালয় বাধা হবে। অন লাইনে আর্থিক লেনদেন করার সময় অতি সতর্কতার সাথে করুন , হ্যাকার দ্বারা অর্থ লোপাট হতে পারে। গুরুজন স্থানীয় কারোর অকালপ্রয়াণে মর্মান্তিক আঘাত পেতে পারেন।
মীন রাশি-ইন্টারনেট ও বিজ্ঞাপনের মাধ্যমে বিবাহের যোগাযোগ শুভ হবে না, ফলপ্রসূ হতে বাধাবিঘ্ন ঘটবে। বুদ্ধির বিপর্যয় ঘটবে,ভুল সিদ্ধান্ত নিয়ে ব্যবসায় লগ্নি করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন,। ফুসফুস নাক-কানের সমস্যা , প্রদাহজনিত পীড়া ইত্যাদি নানা রোগের আশঙ্কা।