মেষ রাশি–বিবাহ ঘটার মতো শুভ পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা, বিবাহিত জীবনে সফলতা ও সৌভাগ্য লাভ।
সমাজেরউচ্চ মহলের সাথে কোন গোপন সম্পর্ক থাকলে বিপদগ্রস্ত হতে পারেন ,মান সম্মান হানির সম্ভাবনা।
ব্যবসাক্ষেত্রে শুভ যোগাযোগ ও ব্যবসার পরিধি বিস্তার হবে। উত্তরোত্তর আর্থিক শ্রীবৃদ্ধি।
বৃষ রাশি–কথা দিয়ে কথার খেলাপ করার মানসিকতা তৈরি হবে,অশ্লীল বাক্য প্রয়োগে পরিবারের সদস্যদের
সাথে মতবিরোধে সম্পর্কের তিক্ততা তৈরি হবে।উত্তেজক , গুরুপাক জাতীয় খাদ্য গ্রহণে শারীরিক অসুস্থতা থেকে
সতর্ক থাকুন। কবি সাহিত্যিক লেখালিখি কাজের সাথে যুক্ত ব্যক্তিদের বিশেষ শুভ, এছাড়া তরল জাতীয় দ্রব্য ,
ধাতব পদার্থ, জলসরবরাহ কর্মের সাথে যুক্ত কাজকর্ম বিশেষ শুভ হবে।
মিথুন রাশি–স্থানীয়এলাকায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা ও পারিবারিক মান সম্মান হানির সম্ভাবনা।
আবিষ্কার মূলক কিছু গবেষণার কাজের সাথে যুক্ত থাকলে স্বীকৃতি স্বরূপ অর্থলাভ হবে। কর্ম লাভের ক্ষেত্রে
সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে ,বর্তমানে যারা কর্মরত তাদের কর্ম ক্ষেত্রে নানা ঝামেলা ঝঞ্ঝাট এর সম্মুখীন হতে হবে।
কর্কট রাশি–অতিরিক্ত সরলতা ত্যাগ করুন ,বাস্তবের মাটিতে পা রাখার চেষ্টা করুন,প্রতারিত ও ষড়যন্ত্রের
শিকার হতে পারেন। কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের দ্বারা আর্থিক প্রতারিত হতে পারেন, বর্তমানে কোনরকম
লগ্নি শুভ হবে না। অলসতা ত্যাগ করুন ,অতিরিক্ত মেদ জনিত সমস্যায় যথেষ্ট দুর্ভোগ বাড়বে।
সিংহ রাশি–অনলাইনে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে শিক্ষামূলক কোর্স করলে ইতিবাচক ফল পাবেন।বাহন
সুখে প্রচণ্ড বাধা , বাহন জনিত ক্ষয়ক্ষতি দুর্ঘটনা নানা সমস্যায় দুর্ভোগের শেষ থাকবেনা ।কর্মের যোগাযোগ
আসবে, বাসস্থান থেকে দূরে কর্মস্থল পরিবর্তনে মানসিক হতাশা বৃদ্ধি।
কন্যা রাশি–গুপ্ত শত্রুতার কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি ও গৃহত্যাগের মত কঠিন সিদ্ধান্ত নেয়ার মানসিকতা
তৈরি হবে। যারা সরকারি কর্মের এর সাথে যুক্ত ,আপনার সফলতায় কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা শত্রুতা সৃষ্টি
হতেপারে। আপনার সন্তান যোগাযোগ , তথ্য প্রযুক্তি, বিনোদন মূলক ইত্যাদি কর্মের সাথে যুক্ত হলে কর্ম ক্ষেত্রে
মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা।
তুলা রাশি–পারিবারিক ক্ষেত্রে সদস্যদের মধ্যে সুসম্পর্কের অভাব ও বিশৃঙ্খলার সৃষ্টি, পারিবারিক উন্নতিতে বাধা
বিবাহের যোগাযোগ আসবে তবে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তই শ্রেয় হবে ।কর্মের যোগাযোগ আসবে, অস্থায়ী
কর্ম লাভ হওয়ার প্রবল সম্ভাবনা।
বৃশ্চিক রাশি–সন্তানের শিক্ষায় চঞ্চলতা ও অমনোযোগিতা বৃদ্ধিতে নানা বাধা বিঘ্নের সমস্যা, শিক্ষায় সাময়িকছেদ
পর্যন্ত হতে পারে। নানা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পৈত্রিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি । ব্যবসায়
যোগাযোগ বৃদ্ধি, নতুন অংশীদার যুক্ত হবার সম্ভাবনা, ওষুধ ও খাদ্যদ্রব্য সংক্রান্ত, তরল জাতীয় পদার্থের ব্যবসা
বিশেষ শুভ হবে
ধনু রাশি–সন্তানের বিদ্যাশিক্ষা বিশেষ সাফল্য ,স্থানীয় এলাকার হঠাৎ শিক্ষালাভের সুযোগ মিলতে পারে ।
আন্তর্জাতিক ব্যাপারে যোগাযোগ বৃদ্ধি কিন্তু অধিক বিনিয়োগের সিদ্ধান্ত বূঝে শুনে নেবেন ।যারা কর্মের জন্য
প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিচ্ছেন , হতাশ না হয়ে পড়াশোনা চালিয়ে যান ভবিষ্যতে সাফল্য পাবেন।
মকর রাশি–গৃহসম্পত্তি আয়ের উৎস হবে,তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা,
নার্ভ ইএনটি নানা সমস্যায় ব্যতিব্যস্ত হবেন। ব্যবসাক্ষেত্রে সতর্ক থাকুন,হঠাৎ করে কর্মচারী গুপ্ত শত্রুতায়
আর্থিক ক্ষতির সম্ভাবনা। তৃতীয় ব্যক্তিকে ঘিরে বিবাহিত জীবনের অশান্তির কালো মেঘ, আকস্মিক বিবাহ বিচ্ছেদের
সিদ্ধান্ত নিতে পারেন।
কুম্ভ রাশি–গাড়ি বাড়ি কেনার ইচ্ছা থাকলে কিনতেই পারেন। পরিবারে মাতৃস্থানীয়া কোন গুরুজনের শারীরিক
নানা সমস্যা, দুর্ঘটনা রক্তপাত হওয়ার সম্ভাবনা । সন্তানের কর্ম বিষয়ে বিশেষ মাথা ব্যাথার কারন হবে, কর্মের
কারণে দূরবর্তী স্থানে যেতে হতে পারে, মানসিক নৈরাশ্য বৃদ্ধি।
মীন রাশি–সম্পত্তিগত কারণে পাড়া-প্রতিবেশীর সাথে অযথা বাকবিতণ্ডায় না যাওয়াই মঙ্গল জনক। শিক্ষায়
শুভ হবে না, বিভাগীয় পরিবর্তন হবে ।তবে কর্ম লাভের জন্য প্রফেশনাল কোন কোর্স করলে সফল হবেন।
মনের সাধ অপূর্ণ থাকবে, আপনার অভিষ্ট লক্ষ্য পূরণে নানা বাধার সম্মুখীন হবেন, সুদিনের অপেক্ষায় থাকুন।