মেষ রাশি–গৃহে উৎসবমুখর পরিবেশ,পিতা–মাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, পারিবারিক স্থাবর সম্পত্তি সংক্রান্ত আয় হবে। সাধারণ শিক্ষা শুভ, উচ্চশিক্ষা ও গবেষণা মূলক ব্যাপারে কৌতূহলী মানসিকতা বৃদ্ধি পাবে। ধার্মিক, ন্যায়–নীতি পরায়ন মানসিকতা, আধ্যাত্মিক চেতনার বিকাশে মোক্ষলাভের প্রচেষ্টা।
বৃষ রাশি–ভাই–বোন বা আত্মীয়–স্বজন এর থেকে কোন প্রকার অমানবিক ব্যবহারে মানসিক যন্ত্রণা ও মনোবল ভেঙে যাবে। বৈদেশিক ব্যাপারে যোগাযোগ বৃদ্ধি হলেও বর্তমান পরিস্থিতিতে ফলপ্রসূতে বাধার সম্মুখীন হবেন। সন্তানের ফাটকা মূলক বিষয়ে আগ্রহ বৃদ্ধিতে আর্থিক ক্ষতি ও পারিবারিক অশান্তি।
মিথুন রাশি–বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন, আপনার সরলতার সুযোগ নিয়ে বিপাকে ফেলতে পারে।অবৈধ সম্পর্কে জড়িয়ে বদনাম ও পারিবারিক মান সম্মান হানি থেকে সতর্ক থাকুন। ব্যবসাক্ষেত্রে চোখ কান খোলা রাখুন, হঠকারিতায় ভুল পদক্ষেপে আর্থিক ক্ষতি,গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কর্কট রাশি–শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় সফলতা পওয়ার পূর্ণ সুযোগ পাবেন। কর্ম প্রাপ্তি হওয়ার সম্ভাবনা ,কর্মরতরা কর্মক্ষেত্রে ঈর্ষাকাতর কোনো সহকর্মীর গোপন শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। দান ধ্যানের মানসিকতা, অসহায় নিঃস্ব মানুষদের আর্থিক সাহায্য করে মানসিক শান্তিলাভ।
সিংহ রাশি–গুরুজন স্থানীয় কারো প্রেমে জড়িয়ে পড়বেন ও প্রেমে একনিষ্ঠতা ও পবিত্রতা বজায় থাকবে।পিতার সাথে সম্পর্ক হানির ফলে মানসিক দূরত্বের সৃষ্টি, পিতার শারীরিক অসুস্থতায় উদ্বেগ বৃদ্ধি ও মানসিক হতাশায় ভুগবেন। সুহৃদয় বন্ধু বা কোন পরিচিতের সহায়তা লাভে জীবনে উন্নতি ও আশা পূরণ হতে পারে।
কন্যা রাশি–মন মানসিকতা বিষাদগ্রস্ত হতে পারে,অতিরিক্ত সরলতার কারণে বিপদে পড়বেন, সতর্ক থাকুন। হঠাৎ করে উত্তরাধিকার সূত্রে বা মাতৃকুল থেকে অর্থ–সম্পত্তি পাওয়া সম্ভবনা আছে। দীর্ঘদিন ধরে চলা মামলা–মোকদ্দমায় কষ্টকর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শুভবার্তা পেতে পারেন।
তুলা রাশি–কর্মসূত্রে অথবা নিকটবর্তী এলাকা থেকে বিবাহের যোগাযোগ আসবে, তবে পাত্র–পাত্রী নির্বাচনে প্রতারিত হওয়া থেকে সতর্ক থাকবেন, । জনসাধারণ সম্পর্কিত কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের জনসংযোগ বৃদ্ধি পাবে, কর্ম ক্ষেত্রে গুপ্ত শত্রুতার দ্বারা নাম যশ হানি থেকে অবশ্যই সতর্ক থাকুন । আত্ম সঙযম, মানসিক দৃঢ়তার সাথে যোগ প্রাণায়াম প্রভৃতি চর্চার মাধ্যমে আত্মিক উৎকর্ষতা সাধনের স্পৃহা ।
বৃশ্চিক রাশি–উৎশৃংখল, অত্যাচারী মনোভাব সম্পন্ন পার্টনারের জন্য বিবাহিত জীবনের চরম অশান্তি। দেখে শুনে প্রেম করুন ,আপনার ভালোবাসা অযোগ্য ব্যক্তিকে সমর্পণ করবেন না। কর্মরত সন্তান কর্মক্ষেত্রে কোন গোপন কার্যকলাপের সাথে নিজেকে জড়িয়ে বিপদগ্রস্ত হতে পারে।
ধনু রাশি–গৃহে অগ্নি জনিত দূর্ঘটনা থেকে অথবা বিপদ জনক বাড়িতে বসবাস করলে অবশ্যই সতর্ক থাকুন। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক অশান্তি, ঘটনা আদালত পর্যন্ত গড়াতে পারে। কর্মরত সন্তানের কর্মক্ষেত্রে উন্নতি,মান–সম্মান বৃদ্ধি ও প্রতিষ্ঠা প্রাপ্তিতে গর্ববোধ করবেন।
মকর রাশি– ভাড়াটিয়াদের থেকে দূরে থাকুন, অযথা বাকবিতণ্ডায় জড়িয়ে অকারণে ঝামেলায় পড়বেন। নৈরাশ্য, হতাশা, অনিশ্চয়তা আপনাকে ঘিরে থাকবে, একনিষ্ঠতা, ধৈর্যশীল মনোভাবে প্রতিকূলতাকে জয় করতে পারবেন। চিকিৎসা সংক্রান্ত কর্ম, স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন।
কুম্ভ রাশি–গৃহ সুখ শান্তির অভাব, পারিবারিক সদস্যদের মধ্যে প্রীতির বন্ধন ক্রমশ আলগা হবে।নিকটবর্তী এলাকা থেকে কর্মের যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা।সরকারি কর্মে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারীর সহচর্য এড়িয়ে চলুন,ঝামেলা হওয়ার সম্ভাবনা,।
মীন রাশি– অর্থ উপার্জনে স্থিরতার অভাব ঘটবে, তবে গাড়ি, বাড়ি, সম্পত্তি সংক্রান্ত আয় হবার সম্ভাবনা।অতিরিক্ত মানসিক চঞ্চলতার কারণে প্রেমিক প্রেমিকা নির্বাচনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে ভুল সম্পর্কে জড়িয়ে পড়বেন।মেধা ও শিল্পকলা মূলক বিষয়ে প্রতিদ্বন্দিতা, ক্রিড়ামূলক বিষয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পেতে পারেন।